বিউটি আক্তার (বিশেষ প্রতিনিধি): নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলার বারদী ইউনিয়নের ছটাকিয়া ঘাট হতে নাকুরিয়া হাট পর্যন্ত নতুন রাস্তা নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর করা হয়েছে।
রাস্তা নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর কাজ উদ্বোধন করেন (নারায়ণগঞ্জ – ৩) সোনারগাঁও আসনের সাংসদ আলহাজ্ব আব্দুল্লাহ্ আল কায়সার হাসনাত।
উদ্বোধন অনুষ্ঠানে উপজেলার বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বারদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহিরুল হক, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান, আলী হায়দার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী সোহাগ রনি সহ অন্যান্যরা। এসময় বারদী ইউনিয়ন পরিষদের সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সোনারগাঁও উপজেলা দূর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা কার্যালয়ের আওতায় বারদী ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে টিআর কাবিখা প্রকল্পের আওতায় ১৯শ ২০মিটার সড়কের এ নির্মাণ কাজ শুরু হয়।