আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ৬ জন। দ্রুতগতির একটি ট্রাক বেশ কয়েকটি গাড়িকে ধাক্কা দিলে এই দুর্ঘটনাটি ঘটেছে।
মহাসড়কে ১৭টি যানবাহনের মধ্যে সংঘর্ষের পর কমপক্ষে ১৬ জন মারা গেছে এবং আরো ছয়জন গুরুতর আহত হয়েছে।
গ্রান মারিসকাল দে আয়াকুচো মহাসড়কে দুর্ঘটনায় নিহতের সংখ্যা সম্পর্কে দেশটির দমকল প্রধান হুয়ান গঞ্জালেজ বলেন, এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছে।মহাসড়কটি রাজধানী কারাকাসকে দেশের পূর্বাঞ্চলের সঙ্গে সংযুক্ত করেছে।কর্মকর্তারা আরও জানিয়েছেন, একটি দ্রুতগামী ট্রাক কয়েকটি গাড়িকে ধাক্কা দেওয়ায় দুর্ঘটনাটি ঘটে। এ ছাড়াও দুর্ঘটনায় ১৭টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে