সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:৪২ অপরাহ্ন

রাজউকের নিয়ম অমান্য করে ভবন নির্মাণ, জরিমানা ৬ লাখ

বিউটি আক্তার (বিশেষ প্রতিনিধি)
  • প্রকাশের সময়ঃ বুধবার, ১২ জুন, ২০২৪
  • ৬৭ প্রদর্শন করেছেন

বিউটি আক্তার (বিশেষ প্রতিনিধি): নিয়মনীতি অমান্য করে নকশা বহির্ভূতভাবে গড়ে তোলা বহুতল নির্মাণাধীন ভবনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে নিয়মিত উচ্ছেদ অভিযান চালিয়ে যাচ্ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন শিমরাইল মুক্তি নগর এলাকায় নির্মাণাধীন অবৈধ ভবনে মোবাইল কোর্ট পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। অভিযান চলাকালে নকশা বহির্ভূতভাবে গড়ে তোলা কয়েকটি বহুতল ভবনের আংশিক অপসারণসহ জরিমানা করা হয়।

বুধবার (১২ জুন) সকাল ১১টা থেকে বিকেল পর্যন্ত রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনির হোসেন হাওলাদার ও জোন -৬/৩ এর অথরাইজড অফিসার ইঞ্জিনিয়ার মোঃ রাজিবুল ইসলাম এর যৌথ পরিচালনায় এই উচ্ছেদ অভিযান করা হয়।

রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনির হোসেন হাওলাদার বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন এলাকায় ভবন নির্মাণের ক্ষেত্রে রাজউকের অনুমোদন নেয়া বাধ্যতামূলক। উচ্ছেদ অভিযানে সিদ্ধিরগঞ্জের শিমরাইল মুক্তি নগর এলাকায় নকশা বহির্ভূতভাবে গড়ে তোলা নির্মাণাধীন ভবনের সেফটি নেট স্থাপন না করে এবং রাজউকের অনুমোদিত নকশা না মেনে ইমারত নির্মাণ করায় চারটি নির্মাণাধীন ইমারতে মোবাইল কোর্ট পরিচালনা করে পর্যায়ক্রমে ৬ লক্ষ টাকা জরিমানা করে ভবনের অবৈধ বর্ধিতাংশ ভেঙ্গে ফেলা হয় এবং চারটি ভবনের নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়। উচ্ছেদ করা ভবন মালিকগণ নির্মাণ কাজ বন্ধ রাখবেন ও রাজউকের অনুমোদন নিয়ে পুনরায় নির্মাণ কাজ শুরু করবেন এই মর্মে নন জুডিশিয়াল স্ট্যাম্পে মুচলেকা নেয়া হয়।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর জোন – ৬/৩ এর অথরাইজড অফিসার ইঞ্জিনিয়ার মোঃ রাজিবুল ইসলাম বলেন, রাজউক আওতাধীন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন শিমরাইল মুক্তি নগর এলাকায় বেশ কয়েকটি ভবন পরিদর্শন করা হয়। পরিদর্শন কালে নকশা বহির্ভূত গড়ে তোলা ৪ টি বহুতল ভবনের আংশিক অপসারণ করা হয়। নকশা বহির্ভূত নির্মাণাধীন ভবনগুলোর সেটব্যাক ব্যত্যয় পাওয়া গেছে। এছাড়াও ৩ টি ভবনে রাজউকের মোবাইল কোর্টের মাধ্যমে ৬ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে তাঁরা যেন রাজউকের অনুমতি ছাড়া ভবন নির্মাণ কাজ না করে সে বিষয়ে মুচলেকা নেওয়া হয়। ভবন নির্মাণে রাজউক অনুমোদিত নকশা মেনে ভবন নির্মাণ না করলে ব্যবস্থা নেয়া হবে। এবং অবৈধ ভাবে গড়ে তোলা নির্মাণাধীন ভবনের বিরুদ্ধে রাজউকের নিয়মিত উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে।

রাজউক (জোন -৬/৩) এর অথরাইজড অফিসার ইঞ্জিনিয়ার মোঃ রাজিবুল ইসলাম এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা কালিন সময় সহকারী অথরাইজড অফিসার মোঃ সুরোত আলী রাসেল, প্রধান ইমারত পরিদর্শক জনাব কাওছার আহম্মেদ ও সৈয়দ মাসুম বিল্লাহ, ইমারত পরিদর্শক মোঃ আল মামুন, ইমারত পরিদর্শক আবু বকর সিদ্দিকী, ইমারত পরিদর্শক শাহ্ মোঃ আরাফাত, ইমারত পরিদর্শক জিল্লুর রহমান, ইমারত পরিদর্শক মোঃ ইয়াছিন মিয়া, ইমারত পরিদর্শক মোঃ শামীম রেজা ও ইমারত পরিদর্শক মোঃ আব্দুর রহিম সহ রাজউকের অন্যান্য কর্মকর্তাগণ ও বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ