নিজস্ব প্রতিবেদক: মুন্সিগঞ্জের লৌহজং ও ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা হতে ১৫৫ বোতল ফেনসিডিল ও গাঁজাসহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০।
আজ ১৫ ডিসেম্বর, শুক্রবার সকালে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানাধীন কাজীরগাঁও এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আনুমানিক ১,৮০,০০০/- (এক লক্ষ আশি হাজার) টাকা মূল্যমানের ০৬ (ছয়) কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ শাকিল শেখ (৪০), পিতা-মোঃ আব্দুর রহিম শেখ, সাং-কাজিরগাঁও, থানা-লৌহজং, জেলা-মুন্সিগঞ্জ বলে জানা যায়।
এছাড়াও গতকাল ১৪ ডিসেম্বর, বৃহস্পতিবার সন্ধ্যায় র্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন তেঘরিয়া এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আনুমানিক ৪,৬৫,০০০/- (চার লক্ষ পঁয়ষট্টি হাজার) টাকা মূল্য মানের ১৫৫ (একশত পঞ্চান্ন) বোতল ফেন্সিডিলসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নাম ১। মঞ্জুর আক্তার জলি (২৬), পিতা-মোঃ মনজিল তরফদার, সাং-খোসালপুর,থানা-মহেষপুর, জেলা-ঝিনাইদহ, ২। মাহফুজা আক্তার (২১), পিতা-শাহাজাহান হোসেন মন্ডল, সাং-খোসালপুর, থানা-মহেষপুর, জেলা-ঝিনাইদহ ৩। মোঃ আজাদ হোসেন (১৯), পিতা-মোঃ মজনু মিয়া, সাং-খোসালপুর, থানা-মহেষপুর, জেলা-ঝিনাইদহ বলে জানা যায়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।