নিজস্ব প্রতিবেদক: মহান বিজয় দিবস ২০২৩ উপলক্ষে চাষাড়া বিজয় স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ।
অআজ ১৬ ডিসেম্বর, ২০২৩ প্রত্যুষে নারায়নগঞ্জ জেলার পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, পিপিএম(বার) এর নেতৃত্বে জেলার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও সদস্যগণ এ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
এর আগে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবসের কর্মসূচি শুরু করা হয়। এছাড়াও নারায়ণগঞ্জের সকল সরকারী ও বেসরকারী দপ্তর ও প্রতিষ্ঠান বিজয় দিবসে শ্রদ্ধাঞ্জলি নিবেদনসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন।