সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৬ অপরাহ্ন

দীর্ঘ অপেক্ষার পর সোনারগাঁও উপজেলা আ.লীগ নেতাকর্মীদের আনন্দের জোয়ার

বিউটি আক্তার (বিশেষ প্রতিনিধি)
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৯ প্রদর্শন করেছেন

বিউটি আক্তার (বিশেষ প্রতিনিধি): দীর্ঘ বিরতির পর সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সর্বস্তরের নেতাকর্মীদের মুখে হাসি ফোটালেন যার কারণে আনন্দের জোয়ারে ভাসছে সোনারগাঁও উপজেলা সর্বস্তরের মাঝে।

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনে সাবেক সাংসদ ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ্ আল কায়সার হাসনাত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আ.লীগের দলীয় মনোনয়ন পেয়ে দীর্ঘ ১০ বছর পর উপজেলা জুড়ে আনন্দের জোয়ার বইছে। উপজেলা আ.লীগের সকল নেতাকর্মীরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে নেতা কর্মীরা আনন্দ উৎসবে আত্নহারা হয়ে আনন্দ মিছিল করছেন।

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ আ.লীগের পূর্বের দলীয় কর্মসূচি ঘোষণা অনুযায়ী সোনারগাঁও উপজেলা আ.লীগের বিজয় র‍্যালি শেষে নৌকার আনন্দ মিছিলটি অনুষ্ঠিত হয়।

সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম ও সহধর্মিনী রুবিয়া সুলতানা কে সাথে নিয়ে উপজেলার সর্বস্তরের জনগণের মাঝে আনন্দ বিলিয়ে দিতে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী সাবেক সাংসদ আলহাজ্ব আব্দুল্লাহ্ আল কায়সার হাসনাত বলেন, ২০০৮ সালে আওয়ামী লীগের টিকেট পেয়ে বিএনপির হেভিওয়েট প্রার্থী অধ্যাপক রেজাউল করিমকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে সোনারগাঁও আসনে নির্বাচিত সংসদ সদস্য হয়েছিলাম। সোনারগাঁও উপজেলা বাসীর দীর্ঘ ১০ বছরের অপেক্ষা শেষ হয়েছে। সকল নেতাকর্মিকে প্রাধান্য দিয়ে আগামী ৭ জানুয়ারি নৌকা প্রতীক বিজয়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ আসন উপহার দেয়া হবে।

সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া ও সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম বলেন, বিগত ১০ বছর নৌকা প্রতীক পাই নাই। সেই কাঙ্খিত প্রতীক এবার আমরা পেয়েছি। আমাদের দলে কোন কোন্দল নেই। সোনারগাঁও উপজেলা আ.লীগের নেতাকর্মীরা একাট্টা আওয়ামী লীগ। সকল নেতাকর্মিদেরকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে নৌকা প্রতীককে বিজয়ী করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে নৌকা উপহার দিবো।

আনন্দ মিছিলে সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ সহ সহযোগী অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ