সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:১০ অপরাহ্ন

শামীম ওসমানের নৌকার পক্ষে কাউন্সিলর নূর উদ্দিন মিয়ার নেতৃত্বে প্রচারণা মিছিল

বিউটি আক্তার (বিশেষ প্রতিনিধি)
  • প্রকাশের সময়ঃ বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ৬১ প্রদর্শন করেছেন

বিউটি আক্তার (বিশেষ প্রতিনিধি): আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিক বরাদ্দের পর বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনীত নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে সংসদ সদস্য প্রার্থী এ কে এম শামীম ওসমান এমপির পক্ষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ৪ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোঃ নূর উদ্দিন মিয়ার নেতৃত্বে নৌকা মার্কায় ভোট চেয়ে স্থানীয় নেতা-কর্মী ও নৌকার সমর্থকরা আনন্দ ও নির্বাচনী মিছিল বের করেছেন।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে বিপুল সংখ্যক নেতা-কর্মী ও নৌকার সমর্থকরা সিদ্ধিরগঞ্জ নাসিক ৪ নং ওয়ার্ডের হাউজিং থেকে শুরু করে আজিবপুর, আউলাবন, ওয়াবদা কলোনি, বৌ বাজার সহ বিভিন্ন পাড়া মহল্লায় ঘুরে ঘুরে নাসিক ৪ নং ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামীলীগ নেতা আলহাজ্ব মোঃ নূর উদ্দিন মিয়ার নেতৃত্বে আনন্দ ও নির্বাচনী প্রচারণা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আনন্দ ও নির্বাচনী প্রচারণা মিছিলে বিপুল সংখ্যক নেতাকর্মীরা রংবেরঙের ব্যানার-ফেস্টুন, বাদ্যবাজনা, ঢাক-ঢোল বাজিয়ে নেচে গেয়ে আনন্দ উল্লাসে নাসিক ৪ নং ওয়ার্ডের পাড়া মহল্লায় ঘুরে ঘুরে এলাকার বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে। মিছিলে স্লোগানে- স্লোগানে আনন্দ উল্লাসে মেতে ওঠেন নেতা-কর্মী ও সমর্থকরা। এসময় এলাকা জুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। মিছিলটি পাড়া মহল্লায় ঘুরে হাউজিং হাজী ফজলুল হক মডেল স্কুলের সামনে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে সমাপ্তি করা হয়।

বক্তব্যে নাসিক ৪ নং কাউন্সিলর আলহাজ্ব মোঃ নূর উদ্দিন মিয়া বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ (সিদ্ধিরগঞ্জ-ফতুল্লা) আসনে আমাদের বর্তমান সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানকে আগামী ৭ই জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিয়ে আবারো বিপুল ভোটে নির্বাচিত করতে হবে।

তিনি আরও বলেন, জাতীয় সংসদ নির্বাচনে উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ গড়তে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে দলীয় সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বানও জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী মোটর চালক লীগের সভাপতি হাজী নুরুজ্জামান জজ, আওয়ামীলীগ নেতা আব্দুল হাই মেম্বার, আব্দুল কাইয়ুম, আক্তার হোসেন, হাজী আঃ আউয়াল, আলী হোসেন আলেক, কবির হোসেন, ওমর ফারুক, নিজাম উদ্দিন সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ