বিউটি আক্তার (বিশেষ প্রতিনিধি): দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিক বরাদ্দের পর শুরু হয়েছে প্রচার প্রচারণা।
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনে আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থী সাবেক এমপি ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল্লাহ্ আল কায়সার হাসনাত আ.লীগের নেতা কর্মীদের সঙ্গে নিয়ে নৌকায় ভোট চেয়ে গনসংযোগ ও উঠান বৈঠক থেকে শুরু করে ভোটারদের ধারে ধারে গিয়ে নৌকা মার্কায় ভোট চান।
আজ বৃহস্পতিবার, (২১ ডিসেম্বর) সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ওয়ার্ডে ওয়ার্ডে চা দোকান থেকে শুরু করে পাড়া মহল্লায় ভোটারদের কাছে গিয়ে নৌকা মার্কায় ভোট চান। ভোটারদের কাছ থেকেও শুনছেন নানা সমস্যার কথা। দিচ্ছেন সমস্যা সমাধানের প্রতিশ্রুতি।
দীর্ঘ ১০ বছর পর আবারো সাবেক এই এমপিকে কাছে পেয়ে ভোটারদের মুখে ফুটে উঠেছে হাসি দিচ্ছেন নৌকা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত হওয়ার অঙ্গীকার।
গনসংযোগ কালে সাবেক এমপি আব্দুল্লাহ্ আল কায়সার হাসনাত বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনে নৌকা প্রতীক পেয়ে উপজেলার সকল আ.লীগের কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে নৌকা মার্কায় ভোট চেয়ে ভোটারদের ধারে ধারে যাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই আসনে নৌকা প্রতীক দেওয়ায় আ.লীগের নেতাকর্মীরা তাদের প্রান ফিরে পেয়েছে তাই মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। জাতীয় সংসদ নির্বাচনে উপজেলার সর্বস্তরের জনগণ উৎসবমূখর পরিবেশে নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে তাদের পাশে থাকার সুযোগ করে দিবেন।
এসময় সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ সকল সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।