সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:৫০ অপরাহ্ন

মহানের বিদায়ে কাঁদলেন বেজবাবা সুমন

প্রতিবেদকের নামঃ
  • প্রকাশের সময়ঃ সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮ প্রদর্শন করেছেন
মহান ফাহিম (বামে) ও বেজবাবা সুমন/সংগৃহীত

অর্থহীন ব্যান্ডের সঙ্গে সম্পর্ক শেষ হলো গিটারিস্ট মহান ফাহিমের। গত শনিবার (২৮ সেপ্টেম্বর) ‘লিজেন্ডস অব দ্য ডেকেড’ কনসার্টের মধ্য দিয়ে অর্থহীনের সঙ্গে আট বছরের যাত্রা শেষ হয়েছে তার।
শারীরিক অসুস্থতার কারণে অর্থহীন ছাড়ার ঘোষণা দিয়ে ফাহিম ফেসবুকে লিখেছেন, ‘অর্থহীনের সঙ্গে আমার ৮ বছরের যাত্রা শেষ হল গতকাল (শনিবার)। গত এপ্রিল মাসে আমার সার্ভাইকাল স্পাইনের একটা ডিস্ক স্লিপ করে। এমআরআইতে তা ধরা পরে, যার কারণে আমার বাম হাতে প্রচণ্ড ব্যথা অনুভব শুরু করি। ডাক্তার আমাকে বিশ্রাম নিতে বলেছেন। দাঁড়িয়ে গিটার বাজানো বা ভারী কিছু বহন করতে নিষেধ করেছেন। তাই এই অপ্রিয় সিদ্ধান্ত নিতে হয়েছে।’

অর্থহীন ব্যান্ডের সদস্যদের মিস করবেন ফাহিম, ‘সুমন ভাই, মার্ক, জাহিনের সঙ্গে স্টেজে পারফরম্যান্স অনেক মিস করব। অর্থহীনের সফলতা কামনা করছি। অর্থহীনে থাকাকালীন যেই মানুষগুলো শো এবং বিভিন্ন সময় আমাদের সাহায্য করেছে, যেমন আমাদের ম্যানেজার টিটো ভাই, সাউন্ড ইঞ্জিনিয়ার মিঠু ভাই, আমাদের অর্থহীনের ইন্সট্রুমেন্ট ক্যারি এবং দেখাশোনা করার জন্য যতজন রোডি ছিলেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ।’

অর্থহীন ছাড়লেও গিটার সঙ্গে থাকবে ফাহিমের। দাঁড়িয়ে না পারলেও বসে গিটার বাজাতে পারবেন বলে জানান তিনি। তাই স্টুডিওতে কাজ চালিয়ে যাবেন জানিয়ে ফাহিম যোগ করেন, ‘আমি বসে গিটার বাজাতে পারবো তাই স্টুডিওতে কাজ করব। নতুন ইন্সট্রুমেন্টাল রিলিজ করব। কাজেই মিউজিক থেকে সরে যাওয়ার কোনো কারণ নাই।’
অর্থহীন থেকে মহানের বিদায়ে আবেগাপ্লুত হয়ে পড়েছেন ব্যান্ডের দলনেতা বেজবাবা সুমন। ফেসবুকে এই সংগীতশিল্পী লিখেছেন, ‘বিদায় মহান। আজ (শনিবার) স্টেজে চোখের পানি আটকে রাখতে পারলাম না তোমার জন্য। কাঁদিয়ে ছাড়লা আমাকে। দ্রুত সুস্থ হয়ে ওঠো।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ