সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:০৪ অপরাহ্ন

কুমিল্লায় সাবেক দুই উপজেলা চেয়ারম্যানসহ ৯৬ জনের নামে মামলা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ১২ প্রদর্শন করেছেন

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক দুই চেয়ারম্যান, কুসিক সাবেক কাউন্সিলর ও ইউপি চেয়ারম্যানসহ ৯৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বুধবার কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় বাদি হয়ে মামলাটি করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. এমরান।

মামলায় আসামি করা হয়েছে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম সারওয়ার ও আব্দুল হাই বাবলুকে।

এছাড়া সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, কুসিক সাবেক কাউন্সিলর মো. আজাদ হোসেন, বিজয়পুর ইউপি চেয়ারম্যান তানভীর হোসেন পারভেজকে আসামি করা হয়েছে। সদর দক্ষিণের বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ, যুবলীগ ও  ছাত্রলীগের নেতাসহ মোট ৯৬ জনের নাম উল্লেখ করে মামলাটি করা হয়েছে। মামলায় আরও ১৫০-২০০ জন অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, গত ৪ আগস্ট পরস্পরের যোগসাজশে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীন বেলতলীর মনিপুর ও চাঙ্গিনি দক্ষিণ মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর দাঙ্গা করে হত্যার উদ্দেশ্যে গুরুতর জখম করাসহ ককটেল বিস্ফোরণ করে ত্রাশ সৃষ্টি করে আসামিরা।

ওই হামলার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. এমরান বাদি হয়ে ৯৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫০-২০০ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

এবিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, মামলাটির তদন্ত চলছে। অভিযুক্তদের আইনের আওতায় আনতে অভিযান চালাচ্ছে পুলিশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ