ইমরান খানের মুক্তির দাবিতে সাম্প্রতিক সপ্তাহগুলোতে পাকিস্তানে নিয়মিত বিক্ষোভ সমাবেশ করছে পিটিআই। এসব সমাবেশ ঠেকাতে পুলিশের পক্ষ থেকে ১৪৪ ধারা জারির ঘটনাও ঘটেছে। বিরোধীদের অভিযোগ, জনগণের নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করছে পিটিআই।
কারাগার থেকে নেতাকর্মী এবং সমর্থকদের রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়ে আসছেন ইমরান খান। তার তীব্র সমালোচনায় পাকিস্তান সরকারে অস্বস্তি বাড়ছে দিনের পর দিন।
এমন আবহে এক অনুষ্ঠানে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) সভাপতি নওয়াজ শরিফ বলেছেন, পিটিআইয়ের সমাবেশকে আরো কঠোরভাবে নিয়ন্ত্রণের উচিত। একইসঙ্গে জেলবন্দি ইমরান খানতে নম্রতা শিখতে এবং বড় বড় মন্তব্য করা থেকে বিরত থাকতে বলেছেন।
নওয়াজের ভাষ্য, খাইবার পাখতুনখোয়ার ক্ষমতাসীন দল প্রদেশের উন্নয়নে আগ্রহী নয়। সেখানে অরাজক পরিস্থিতি তৈরি করা হচ্ছে।