মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৯ পূর্বাহ্ন

কেরানীগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে ৩ মৃত্যুর ঘটনায় মামলা, এখনো পরিচয় মেলেনি একজনের

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ১৭ প্রদর্শন করেছেন

রাজধানী ঢাকার কেরানীগঞ্জ মালবাহী ট্রাকের ধাক্কায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় মামলা করা হয়েছে। এই ঘটনায় এখনো পর্যন্ত তিনজন নিহত হয়েছেন। নিহত এক কর্মচারীর এখনো পরিচয় মেলেনি। অন্যদিকে হোটেল মালিকসহ পাঁচজনকে আইসিইউতে ভর্তি করা হয়েছে।
রোববার (৬ অক্টোবর) সকাল ১১টায় নিহত ইলিয়াসের ভাই সোহেল বাদী হয়ে মামলা করেন। নিহতরা হলেন- পটুয়াখালী জেলার বাউফল থানার ইলিয়াস (২৮)। পিরোজপুর জেলার সদর থানা এলাকার আকরাম হোসেন (৪৫)। তবে নিহত অপর অজ্ঞাতপরিচয় (২৫) তরুণের পরিচয় পাওয়া যায়নি।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা সোহেল মুফতি বলেন, দগ্ধ হোটেল মালিক মিন্টু মিয়াসহ (৪৫) পাঁচজনকে জাতীয় বার্ন ইউনিটের আইসিইউতে ভর্তি রয়েছে। তার শরীরের ৭০ ভাগ পুরে গেছে।
তিনি আরও বলেন, কেরানীগঞ্জের নবাবগঞ্জ মেইন রাস্তায় হোটেলের সামনে গ্যাস সিলিন্ডার রাখার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।

কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ কাজল মিয়া বলেন, আগুনে প্রায় ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে। দুপুর নিহত ইলিয়াসের মরদেহ পটুয়াখালী ও আকরম হোসেনের মরদেহ পিরোজপুর জেলায় দাফনের জন্য পাঠানো হবে। নিহত একজনে পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ