বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:৩৩ পূর্বাহ্ন

পরিচালকের অনুমতি ছাড়াই আলিয়াকে চিত্রনাট্য পাঠালেন করণ

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ২১ প্রদর্শন করেছেন

ভাসান বালার ছবি ‘জিগরা’য় অভিনয় করছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। ছবির ট্রেলার ইতোমধ্যে সাড়া ফেলেছে সামাজিকমাধ্যমে। কিন্তু তারই পাশাপাশি এ ছবি বিতর্কও তৈরি করেছে। এ ছবি কেন্দ্র করেই ফের স্বজনপোষণ ও পরিবারতন্ত্রের বিতর্কে জড়িয়েছেন নির্মাতা-পরিচালক করণ জোহর।

সম্প্রতি এক অনুষ্ঠানে ভাসান বালা জানিয়েছেন, অসম্পূর্ণ চিত্রনাট্য আলিয়াকে আগেই পাঠিয়ে দিয়েছিলেন করণ জোহর। চিত্রনাট্য পাঠানোর আগে পরিচালকের কাছ থেকে অনুমতি পর্যন্ত নেননি তিনি। এমনকি তখনো নাকি ঠিকই হয়নি এই ছবিতে কোন অভিনেত্রীকে নেওয়া হবে।

এ নিয়ে বিতর্ক শুরু হতেই করণ জোহর সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্ট করে তিনি বলেন, ভুলভাবে পুরো বিষয়টির ব্যাখ্যা করা হয়েছে। করণ জোহর বলেন, সামাজিকমাধ্যম একটি দৈত্যের মতো। ভাসান বালা খুব সারল্যের সঙ্গে বিষয়টি জানিয়েছিলেন এবং আন্দাজ করেননি এমন কিছু হতে পারে। কিন্তু সেই মন্তব্যেরই ভুল ব্যাখ্যা করা হচ্ছে বলে দাবি করণ জোহরের।

তিনি বলেন, ছোট ছোট ভুল যাচাই না করেই ভাসানের চিত্রনাট্য আমি আলিয়াকে পাঠিয়েছি। এ নিয়ে পরিচালকের মন্তব্যের সাংঘাতিক ভুল ব্যাখ্যা করা হচ্ছে। প্রথমে আমি বিষয়টি হেসে উড়িয়ে দিয়েছিলাম। কিন্তু এবার সত্যি রাগ হচ্ছে। ভাসান বালা তার খুব পছন্দের পরিচালক বলেও জানান করণ জোহর। পরে প্রযোজক তার সঙ্গে জোট বেঁধে কাজ করবেন।

কর্ণের দাবি, ভাসান এভাবেই কথা বলেন। ওর আগের সাক্ষাৎকার শুনলে বোঝা যাবে, তিনি কী বলতে চেয়েছেন আর তার কী অর্থ বার করা হচ্ছে। করণ বলেন, আমি হাতজোড় করে সবাইকে অনুরোধ করছি, পুরো সাক্ষাৎকারটা দেখে তারপর কোনো মন্তব্য করবেন।

ভাসান বালা ঠিক কী বলেছিলেন? পরিচালক বলেছিলেন— আমি একটা কাঁচা চিত্রনাট্য করণকে ইমেল করেছিলাম। সবেমাত্র লিখেছিলাম চিত্রনাট্যের কাঠামোটা। কয়েক ঘণ্টা পরেই করণ ফোন করে বলেন, তিনি আলিয়াকে চিত্রনাট্য পাঠিয়ে দিয়েছেন। কেন পাঠালেন? ছোট ছোট ভুলগুলোও ঠিক করা হয়নি। হয়তো নায়কের আবির্ভাবটাই অন্যভাবে লিখতে পারতাম।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ