নিজস্ব প্রতিবেদক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ – ০৫ আসনে জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এ কে এম সেলিম ওসমান এর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বন্দর উপজেলার মদনপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মদনপুর স্কুল মাঠে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
নির্বাচনী মতবিনিময় সভায় বন্দর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি পদপ্রার্থী ও সাবেক জেলা পরিষদের সদস্য আলহাজ্ব গাজী আরিফুল ইসলাম আলিনূর এর নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মীদের বহর নিয়ে মদনপুর স্কুল মাঠে লাঙ্গল প্রতীকের নির্বাচনী মতবিনিময় সভায় উপস্থিত হয়েছেন।
তিনি বন্দর উপজেলা সহ মদনপুর ইউনিয়নের বিভিন্ন স্থানের যুবলীগের বিপুল সংখ্যক নেতা-কর্মীদের বহর নিয়ে ঢাক ঢোল পিটিয়ে মত বিনিময় সভায় উপস্থিত হয়ে সিনিয়র নেতাদের নজর কাড়েন।
বন্দর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গাজী এম এ সালাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ – ০৫ আসনের জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এ কে এম সেলিম ওসমান।
সভায় উপস্থিত প্রধান অতিথির হাতে ফুল দিয়ে সাজানো লাঙ্গল প্রতীক তুলে দিয়ে শুভেচ্ছা জানান বন্দর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি পদপ্রার্থী ও সাবেক জেলা পরিষদের সদস্য আলহাজ্ব গাজী আরিফুল ইসলাম আলিনূর ও অন্যান্য নেতৃবৃন্দরা।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদল, জেলা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজীম উদ্দিন প্রধান সহ জেলা ও উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা।