দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে অনেক দিন ইউটিউবে নতুন নাটক মুক্তি পাচ্ছিল না। গত মাস থেকে আবারও ইউটিউবে নিয়মিত নাটক মুক্তি শুরু হয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি নাটক এসেছে আলোচনাতেও। এ ছাড়া ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির পর সাড়া ফেলেছে বেশ কয়েকটি সিনেমা-সিরিজ।
সায়েন্স ফিকশন হরর ধাঁচের এ স্প্যানিশ ছবি বানিয়েছেন গ্যালদার ইয়াসতেলু-ইউরুতিয়া। এতে অভিনয় করেছেন মেলিনা স্পিত ও হোভেক কিচকেরিয়ান।
বেশ কিছুদিন নেটফ্লিক্সের টিভি সিরিজের তালিকার শীর্ষে ছিল আলোচিত-সমালোচিত সিরিজ ‘মনস্টার’। তবে এখন শীর্ষে উঠে এসেছে ‘নোবডি ওয়ান্ট দিজ’। মার্কিন এই রোমান্টিক কমেডি সিরিজটির স্রষ্টা এরিন ফস্টার। এতে অভিনয় করেছেন ক্রিস্টেন বেল, অ্যাডাম ব্রডি। ১০ পর্বের সিরিজটি গত ২৬ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে।
‘দ্য প্ল্যাটফর্ম–২’ ও ‘নোবডি ওয়ান্ট দিজ’ নেটফ্লিক্সের বৈশ্বিক তালিকার শীর্ষে। তবে বাংলাদেশ থেকে নেটফ্লিক্সের শীর্ষে আছে ভিন্ন একটি কনটেন্ট।