বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:১৭ পূর্বাহ্ন

শীর্ষে মোশাররফ, অন্তর্জালে আর কী দেখছেন দর্শকেরা

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ১৯ প্রদর্শন করেছেন
‘জামাই বউ’র মাথা গরম’ নাটকে মোশাররফ করিম। ভিডিও থেকে

দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে অনেক দিন ইউটিউবে নতুন নাটক মুক্তি পাচ্ছিল না। গত মাস থেকে আবারও ইউটিউবে নিয়মিত নাটক মুক্তি শুরু হয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি নাটক এসেছে আলোচনাতেও। এ ছাড়া ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির পর সাড়া ফেলেছে বেশ কয়েকটি সিনেমা-সিরিজ।

নাটকের পোস্টার। ফেসবুক থেকে

কিছুদিন ধরে জনপ্রিয়তা পেয়েছে মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টির জুটি। এবার তাঁদের নতুন নাটক ‘জামাই বউ’র মাথা গরম’। চার দিন আগে নাটকটি মুক্তি পেয়েছে বাংলাভিশন ড্রামা ইউটিউব চ্যানেলে। মুক্তির পর থেকেই হাস্যরসাত্মকধর্মী নাটকটি দর্শকেরা পছন্দ করেছেন। গতকাল সন্ধ্যা সাতটা পর্যন্ত বাংলাদেশ থেকে ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে ছিল। সন্ধ্যা ৭টা পর্যন্ত নাটকটির ভিউ ৬৩ লাখ ৫৮ হাজারের বেশি। নাটকটি পরিচালনা করেছেন তাইফুর জাহান আশিক।
২০১৯ সালে মুক্তির পর আলোচিত হয় স্প্যানিশ ডিস্টোপিয়ান থ্রিলার সিনেমা ‘দ্য প্ল্যাটফর্ম’। গত ২৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে এটির সিকুয়েল ‘দ্য প্ল্যাটফর্ম–২’। মুক্তির পরই নেটফ্লিক্সের অ-ইংরেজিভাষী টপ চার্টের শীর্ষে উঠে এসেছে ‘দ্য প্ল্যাটফর্ম–২’।

সায়েন্স ফিকশন হরর ধাঁচের এ স্প্যানিশ ছবি বানিয়েছেন গ্যালদার ইয়াসতেলু-ইউরুতিয়া। এতে অভিনয় করেছেন মেলিনা স্পিত ও হোভেক কিচকেরিয়ান।

বেশ কিছুদিন নেটফ্লিক্সের টিভি সিরিজের তালিকার শীর্ষে ছিল আলোচিত-সমালোচিত সিরিজ ‘মনস্টার’। তবে এখন শীর্ষে উঠে এসেছে ‘নোবডি ওয়ান্ট দিজ’। মার্কিন এই রোমান্টিক কমেডি সিরিজটির স্রষ্টা এরিন ফস্টার। এতে অভিনয় করেছেন ক্রিস্টেন বেল, অ্যাডাম ব্রডি। ১০ পর্বের সিরিজটি গত ২৬ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে।

‘দ্য প্ল্যাটফর্ম–২’ ও ‘নোবডি ওয়ান্ট দিজ’ নেটফ্লিক্সের বৈশ্বিক তালিকার শীর্ষে। তবে বাংলাদেশ থেকে নেটফ্লিক্সের শীর্ষে আছে ভিন্ন একটি কনটেন্ট।

সেটা হলো তামিল সিনেমা ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’। ভেঙ্কট প্রভু পরিচালিত সিনেমাটি গত ৫ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায়। প্রায় ৪০০ কোটি রুপি বাজেটের সিনেমাটি এবার এসেছে ওটিটিতে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ