মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০:২৭ অপরাহ্ন

‘১৭ বছরে কোনো উন্নতি হয়নি, ফান্ডে হাজার কোটি থেকে কী লাভ’

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়ঃ বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ১৭ প্রদর্শন করেছেন

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বলেছেন, ক্রিকেট বোর্ডের ফান্ডে ১ হাজার ২০০ কোটি টাকা পড়ে আছে। অথচ গত ১৭ বছরে দেশের ক্রিকেটে তেমন কোনো উন্নয়ন হয়নি।

একটি অনলাইন পোর্টালকে দেওয়া সাক্ষাৎকারে তামিম বলেন, বাংলাদেশ ক্রিকেটকে আপনি যদি সত্যিই এগিয়ে নিতে চান তাহলে পুরো প্রক্রিয়াই পাল্টাতে হবে। দুই বছরে কি এই সাফল্য পাওয়া সম্ভব? না, পাঁচ বছর কিংবা তারও বেশি সময় লাগতে পারে। ধৈর্য প্রয়োজন।

নিজের একটি অভিজ্ঞতাও তুলে ধরে এই বাঁহাতি ওপেনার বলেন, ২০০৬-০৭ মৌসুমে আমার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়। ২০২৪ সালে এখন যখন কথা বলছি, এই ১৭ বছরে ঢাকায় অনুশীলনের সুযোগ-সুবিধার কোনো উন্নতি হয়নি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)কে নিয়ে তামিম বলেন, ‘মজার বিষয় হলো, বিসিবি যখন দাবি করে তাদের ব্যাংকে ১ হাজার ২০০ কোটি টাকা আছে, এটা শুনে মনে কি লাভ? ১ হাজার ২০০ কোটি টাকা অলস পড়ে থাকবে কেন? ব্যাংক হিসাবে থাকবে ২০০ কোটি, আর ১০০০ কোটি অবকাঠামোগত উন্নয়নে বিনিয়োগ করা উচিত। কোনো করপোরেট প্রতিষ্ঠানকে জিজ্ঞাসা করলে তারাও বলবে বিনিয়োগটাই পথ। বিসিবি কি সেটা করেছে? যদি করে থাকে, তাহলে অবকাঠামো কোথায়?’

তামিমের প্রশ্ন, ঢাকায় মিরপুরের বাইরে আরেকটি স্টেডিয়াম কোথায়? অবশ্যই আমাদের মিরপুরের মতো আরেকটি ফ্যাসিলিটির প্রয়োজন। নির্দিষ্ট শক্তি অনুযায়ী কিছু নির্দিষ্ট উইকেটে খেলতে আমার আপত্তি নেই। কিন্তু ঘরোয়া পর্যায়ে ভালো উইকেট বানানোও গুরুত্বপূর্ণ। এভাবে ক্রিকেটারদের পরখ করে আন্তর্জাতিক মঞ্চের জন্য প্রস্তুত করা যায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ