চট্টগ্রামে বাঁশখালী উপজেলা বৈলছড়ি ইউনিয়নের বটতলা পাহাড়ি এলাকায় অবৈধভাবে পাহাড়ের মাটি কাটার দায়ে ওবায়েদুর ও আবদুল মালেক নামে দুইজনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন।
শনিবার ১২ অক্টোবর রাত সাড়ে ১০ টার দিকে অবৈধভাবে পাহাড় থেকে মাটি কেটে নিয়ে যাওয়ার সময় মাটিভর্তি ট্রাকসহ তাদেরকে আটক করা হয়।
উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৈলছড়ি পাহাড়ি এলাকা থেকে অবৈধভাবে মাটি কাটার খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে মাটি ভর্তি ট্রাকসহ দুজনকে আটক করা হয়।
এ সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদেরকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান এবং ৫ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।