ঢাকার নবাবগঞ্জ উপজেলার যন্ত্রাইল ইউনিয়ন জাতীয় পার্টির সহ-সভাপতি বিরেশ গাব্রিয়াল গমেজের (৬৭) মৃত্যু হয়েছে। শনিবার বিকাল ৫টায় তার নিজ বাড়ি নবাবগঞ্জ উপজেলার বালিডিউরে তার মৃত্যু হয়।
রোববার দুপুরে গোল্লা ধর্মপল্লী সাধু ফ্রান্সিস জেভিয়ার গির্জার কবরস্থানে তাকে কবরস্থ করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বিরেশ গাব্রিয়াল গমেজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী এবং যমুনা গ্রুপের চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম। এছাড়া জাতীয় পার্টির নবাবগঞ্জ উপজেলা সভাপতি মো. জুয়েল আহমেদ, জাতীয় পার্টির নেতা শুভ্র তালুকদারসহ দলের নেতাকর্মীরা শোক প্রকাশ করেছেন।
মরহুমের পরিবার ও দলীয় সূত্রে জানা যায়, বিরেশ গাব্রিয়াল গমেজ উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের বালিডিউর এলাকার মৃত আগস্টিন কমল গমেজের ছেলে।