বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:২৬ পূর্বাহ্ন

বিষ্ণোইদের কাছে সালমানের ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না: সেলিম খান

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ১৪ প্রদর্শন করেছেন

ভারতের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) নেতা বাবা সিদ্দিকের হত্যার পর থেকে বলিউড সুপারস্টার সালমান খানের পরিবার বেশ দুশ্চিন্তায় রয়েছেন। সালমানের বাবা সেলিম খান সম্প্রতি বিষ্ণোইদের কাছে ছেলের ক্ষমা চাওয়া প্রসঙ্গে কথা বলেছেন ।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এক সাক্ষাৎকারে বাবা সেলিম খান বলেন, ‘কৃষ্ণসার হরিণ সালমান শিকার করেননি। বিষ্ণোইদের কাছে তার ছেলের ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই আসে না’।

তিনি আরও বলেন ‘ক্ষমা চাওয়া মানে তো অপরাধ স্বীকার করা। সালমান কখনো কোনো প্রাণীকে হত্যা করেননি। এমনকি আমরা কোনো আরশোলাও মারিনি।

আমরা এসবে (প্রাণী হত্যায়) বিশ্বাস করি না।’ এসময় সেলিম প্রশ্ন তুলে আরও বলেন, ‘সালমানকে কার কাছে ক্ষমা চাইতে হবে? আপনি কত মানুষের কাছে ক্ষমা চেয়েছেন, কত পশুর জীবন বাঁচিয়েছেন?’

তিনি স্পষ্ট জানিয়ে দেন, তার ছেলে কোনো অপরাধই করেনি। তিনি বলেন, ‘ও কি কোনো অপরাধ করেছেন? আপনি কি তাকে দেখেছেন করতে? আপনি কি বিষয়টি তদন্ত করেছেন? এমনকী আমরা কোনোদিন কোনো বন্দুকও ব্যবহার করিনি।’ নিজের বক্তব্যে আরও যোগ করলেন, ‘ও তো ওখানে ছিল না (যখন কৃষ্ণসায়র হরিণ হত্যা করা হয়)। ও পশুদের ভালোবাসে।’

সেলিম আরও যুক্ত করে জানান, সালমানকে ভয় দেখাতে বিষ্ণোইরা হত্যা করেছে বাবা সিদ্দিককে, একথা মানতে মোটেও রাজি নন তিনি। বললেন, ‘না, আমার মনে হয় না এর মধ্যে কোনও সম্পর্ক আছে। এর সঙ্গে বাবা সিদ্দিকের কী সম্পর্ক? এরকম যে কোনো গল্প আমরা বানাতে পারি। তুমি আমাকে সালাম দাওনি, আমি তোমাকে মেরে ফেলব।’

সাক্ষাৎকার গ্রহণকারী আবার জিজ্ঞাসা করেন যে, লরেন্স বিষ্ণোইয়ের হাত থেকে সালমানকে বাঁচাতে চেয়েছিলেন বাবা সিদ্দিক, তাই তাকে হত্যা করা হয়েছে বলে একটি দাবি সামনে এসেছে। তাতে সেলিম বলেন যে, পুলিশও সালমান এবং তার পরিবারের সদস্যদের রক্ষা করছে। তার কথায়, ‘তাতে কি? সবাই তাকে বাঁচাতে চায়… তা বলে, যে কেউ যে কোনও সময় তাদের জীবন হারাতে পারে?’

গত ১২ অক্টোবর রাতে মুম্বাইয়ের বান্দ্রায় ছেলে জিশান সিদ্দিকের অফিসের বাইরে গুলি করে হত্যা করা হয় এনসিপি নেতা বাবা সিদ্দিককে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ