মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:২৬ পূর্বাহ্ন

রাষ্ট্রপতির পদত্যাগ-ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে বরিশালে লাঠি মিছিল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ১৪ প্রদর্শন করেছেন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবিতে বরিশালে লাঠি মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

মঙ্গলবার দুপুরে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে থেকে এ মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে তারা।

এর আগে বিএম কলেজ, হাতেম আলী কলেজ, অমৃত লাল দে কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে অশ্বিনী কুমার হলের সামনে জড়ো হয়। বিক্ষোভ মিছিল থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ ও ছাত্রলীগকে নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা দেশকে অস্থিতিশীলের চেষ্টা করছে। তাই দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাষ্ট্রপতির অবিলম্বে পদত্যাগ জরুরি। এছাড়া সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে ছাত্রলীগকে আজীবন নিষিদ্ধ করতে হবে। নয়তো আন্দোলনের মধ্য দিয়ে এ দাবি আদায় করা হবে বলে জানান শিক্ষার্থীরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ