মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:৩৭ পূর্বাহ্ন

লক্ষ্মীপুরে সড়ক আটকিয়ে ব্যবসায়ীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ১৪ প্রদর্শন করেছেন

লক্ষ্মীপুর চকবাজার মসজিদ মার্কেটের ব্যবসায়ী সমিতির নির্বাচনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ব্যবসায়ীরা। বুধবার (২৩ অক্টোবর) বেলা ১১টার দিকে শহরের চকবাজার এলাকায় বাজার সড়ক বন্ধ করে এ কর্মসূচি পালন করে ব্যবসায়ীরা। এ সময় সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

জানা গেছে, মসজিদ মার্কেটে ১৩০ জন ব্যবসায়ী রয়েছেন। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী বুধবার মার্কেটের ব্যবসায়ী সমিতির নির্বাচনের কথা ছিল। কিন্তু এর আগে চক বাজার মসজিদ কমিটি ব্যবসায়ীদের হুমকি দিয়ে নির্বাচন না করার জন্য একটি নোটিশ দেন। এতে ক্ষিপ্ত হয়ে ব্যবসায়ীরা মার্কেট বন্ধ করে রাস্তা নেমে পড়েন। একপর্যায়ে সড়ক অবরোধ করে রাখে তারা। পরে পুলিশ এসে ঘটনাটি সমাধানের আশ্বাস দিলে আন্দোলনকারীরা রাস্তা থেকে সরে যান।

চকবাজার মসজিদ মার্কেটের ব্যবসায়ী তোফায়েল আহমেদ, রাকিব হোসেন, কামরুজ্জামান মনু, আমজাদ হোসেন, রিয়াজ হোসেন জানান, তারা ৯৯ বছরের জন্য মার্কেটে দোকান ক্রয় করেছেন। অথচ মসজিদ কমিটি তাদের ওপর জোরপূর্বক প্রভাব খাটাচ্ছে। তারা ব্যবসায়ী সমিতির নির্বাচন করছে, কিন্তু মসজিদ কমিটি তা করতে দিচ্ছে না। বিকালের মধ্যে নির্বাচন দিতে হবে। একই সঙ্গে মসজিদ কমিটি বাতিলের দাবি জানান তারা।

চক বাজার মসজিদ কমিটির সাধারণ সম্পাদক দেলোয়ার পাটোয়ারী বলেন, মার্কেটটি পরিচালনা করে চক বাজার জামে মসজিদ কমিটি। কিন্তু বর্তমানে ব্যবসায়ীরা আলাদা কমিটি করতে চাচ্ছে। আমরা তাদের বলেছি সবাই মিলে বসে একটি সিদ্ধান্ত নেবো। কিন্তু তারা জোর করে কমিটি করতে চাচ্ছে। তারা যাতে কমিটি করতে না পারে তাই ওই নোটিশটি দেওয়া হয়েছে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  আবদুল মুন্নাফ বলেন, ব্যবসায়ীদের নির্বাচন নিয়ে বিরোধ চলছে। সড়ক অবরোধের খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ