কুমিল্লার হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোডসংলগ্ন জাহাঙ্গীর আলমের পাঁচতলা ভবনের পাঁচতলার ইউনিট থেকে লাইমা আক্তার নামে প্রবাসীর স্ত্রীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই ইউনিট থেকে দুর্গন্ধ বের হলে ভবনের বাসিন্দাদের কাছে খবর পেয়ে বুধবার বিকালে পুলিশ লাশ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে হোমনা থানার ওসি মো.জাবেদ উল ইসলাম বলেন, আমরা বিকাল ৩টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পাই হাসপাতাল রোডে জাহাঙ্গীর আলমের বাড়ির পাঁচতলার একটি ইউনিট থেকে দুর্গন্ধ আসছে। আমি তাৎক্ষণিক অফিসার ও ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের উপস্থিতিতে বাসার তালা ভেঙে ভাড়াটিয়া লাইমা আক্তারের (২২) মরদেহ উদ্ধার করেছি। পরে বিস্তারিত বলা যাবে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, মৃত লাইমা উপজেলার দুলালপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের সৌদি প্রবাসী ওমর ফারুকের স্ত্রী।
বড়ির মালিক জাহাঙ্গীর আলম বলেন, এক বছর পূর্বে স্বামী ও স্ত্রী পরিচয়ে আমার বাড়ির পাঁচতলায় ভাড়া নেয়। এর বেশি কিছু আমি জানি না।