সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৫ অপরাহ্ন

লক্ষ্মীপুরে আন্দোলনে হামলা গুলি, আ.লীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ১৬ প্রদর্শন করেছেন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলি করার ঘটনায় করা একটি মামলায় লক্ষ্মীপুরের কমলনগরে আওয়ামী লীগ নেতা মোতাহার হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার দুপুরে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার রাতে মোতাহারকে উপজেলার হাজিরহাট বাজার থেকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

গ্রেফতার মোতাহার কমলনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিনের ছোট ভাই ও হাজিরহাট বাজারের ক্রোকারিজ ব্যবসায়ী। তিনি উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক।

কমলনগর থানার ওসি তহিদুল ইসলাম জানান, সদর থানার নির্দেশে মোতাহারকে গ্রেফতার করা হয়। পরে তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

পুলিশ জানায়, ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে আওয়ামী লীগ-যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা হামলা করে ও গুলি চালায়। ওই দিন আল সবুজ ভূঁইয়া নামে গুলিবিদ্ধ এক ব্যক্তি ১৭ সেপ্টেম্বর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি অঞ্চল সদর আদালতে একটি মামলা করেন।

এতে সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু ও জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুসহ ১৬৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৩৫০ জনকে আসামি করা হয়।

পরে আদালতের বিচারক মামলাটি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এফআইআর করার নির্দেশ দেন। ওই মামলায় মোতাহারকে গ্রেফতার দেখানো হয়েছে।

এ মামলার বাদী সবুজ রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের বামনী গ্রামের সিরাজুল ইসলাম ভূঁইয়ার ছেলে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ