সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:২৭ অপরাহ্ন

ডিবি পরিচয়ে বাস থামিয়ে ডাকাতির চেষ্টা, আটক ২

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ১৮ প্রদর্শন করেছেন

নেত্রকোনায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে যাত্রীবাহী বাস থামিয়ে ডাকাতির চেষ্টাকালে দুই ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।

শনিবার দিবাগত রাত ১১টার দিকে জেলার পূর্বধলা উপজেলার হামিদপুর বাজার এলাকায় নেত্রকোনা- ময়মনসিংহ সড়ক থেকে তাদের আটক করা হয়।

রোববার সকালে নেত্রকোনা সেনা ক্যাম্পের মেজর জিসানুল হায়দার এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক ব্যক্তিরা হলেন- ময়মনসিংহের গৌরীপুর উপজেলার চরপাড়া গ্রামের হাজী জয়নাল আবেদীনের ছেলে মো. খাইরুল ইসলাম (৪২) ও একই উপজেলার শ্যামগঞ্জ এলাকার আ. হালিম মাস্টারের ছেলে আল মামুন (৪৪)।

সেনা কর্মকর্তা জিসানুল হায়দার জানান, নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের হামিদপুর বাজার এলাকায় গত রাতে ঢাকাগামী যাত্রীবাহী একটি (সেন্টমার্টিন পরিবহণ) বাস ডাকাতির উদ্দেশ্যে থামায় ওই দুই ব্যক্তি। বাসে উঠে ডিবি পুলিশ পরিচয় দিয়ে যাত্রীদের তল্লাশি শুরু করে তারা। এতে ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়।

যানজট দেখে সেনাবাহিনীর একটি টহল দল সেখানে যায়। সেনাবাহিনী দেখে ওই দুই যুবক পালানোর চেষ্টা করে। এ সময় তাদের আটক করে সেনাবাহিনী। জব্দ করা মোটরসাইকেলসহ আটকদের পূর্বধলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

পূর্বধলা থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পরে বিকালে তাদের আদালতে পাঠানো হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ