লক্ষ্মীপুরের কমলনগরে বন্যাসহ জলাবদ্ধতার কারণে এবার জমিতে চাষাবাদ করতে পারেনি অনেক কৃষক। এতে কর্মসংস্থান হারিয়ে আর্থিক অনটনে কৃষি শ্রমিকরা বিভিন্ন ইটভাটা মালিকের কাছ থেকে দাদন নিয়েছে। এ মুহুর্তে প্রশাসনের পক্ষ থেকে ইটভাটা অভিযান পরিচালনা করে বন্ধ করে দেওয়া হচ্ছে। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের কর্মসংস্থানের লক্ষ্যে এ বছর ইটভাটা বন্ধ না করার দাবিতে মানববন্ধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) বেলা ১১টার দিকে ঘন্টাব্যাপী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক-শ্রমিক জনতার ব্যানারে কর্মসূচি পালন করা হয়। এসময় বিভিন্ন লেখা সংবলিত প্লেকার্ড গলায় ঝুলিয়ে মানববন্ধনে অংশ নেন বিপুল সংখ্যক কৃষক ও শ্রমিক।
মানববন্ধন শেষে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুছের বরাবর স্মারক লিপি জমা দেওয়া হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) কমলনগর উপজেলা কমিটির সভাপতি আবদুল মোতালেব, সমাজকর্মী ইমরান হোসেন শাকিল ও কৃষক-শ্রমিকদের পক্ষে নুরুল ইসলাম প্রমুখ।