নিজস্ব প্রতিবেদক: বেঁদের বেশে অভিনব কায়দায় গাঁজা পরিবহন কালে মুন্সিগঞ্জের শ্রীনগর এলাকা হতে ৭৯ কেজি গাঁজা সহ ০৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০।
গতকাল ২৮ ডিসেম্বর, বৃহস্পতিবার রাতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে বেঁদের বেশে অভিনব কায়দায় সাদা প্লাস্টিকের বস্তায় করে গাঁজা পরিবহন কালে আনুমানিক ২৩,৭০,০০০/- (তেইশ লক্ষ সত্তর হাজার) টাকা মূল্যের ৭৯ (ঊনআশি) কেজি গাঁজাসহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের নাম ১। মোঃ নাফিজ (২৯), পিতা-মৃত আলতাফ হোসেন, সাং-গোয়ালিমান্দ্রা, ২। মোঃ অন্তর শেখ (২২), পিতা-মোঃ রফিকুল ইসলাম, গ্রাম-গোয়ালিমান্দ্রা, ৩। মোঃ জিসান (২২), পিতা-মোঃ এমদাদুল হোসেন, গ্রাম-গোয়ালিমান্দ্রা ও ৪। মোঃ শফিকুল ইসলাম (২৩), পিতা-মোঃ বাদল শেখ, সাং-নাগরপুর, খলিফাবাড়ী সর্ব থানা-লৌহজং, জেলা-মুন্সিগঞ্জ বলে জানাগেছে।
এসময় গ্রেফতারকৃত আসামিদের কাছ থেকে ০২টি মোবাইল ফোন ও নগদ- ২,৩০০/- (দুই হাজার তিনশত) টাকা উদ্ধার করা হয়।