লক্ষ্মীপুরের রামগঞ্জে যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে শাকিব হোসেন (১৬) নামে এক কিশোর নিহত হয়েছেন। শাকিব মোটরসাইকেল আরোহী ছিলেন। শনিবার (৯ নভেম্বর) দুপুরে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার (৮ নভেম্বর) রাতে রামগঞ্জ পৌর শহরের সোনাপুর কাদের আটিয়া বাড়ি এলাকায় পল্লী বিদ্যুতের সাব সেন্টারের সামনে রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাকিব রামগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কলচমা এলাকার মুন্সি বাড়ির আবুল কাশেমের ছোট ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঘটনার সময় সাকিব মোটরসাইকেলযোগে বাড়ি থেকে বের হয়ে উপজেলা কাটাখালী এলাকায় যাচ্ছিলেন। ঘটনাস্থল পৌঁছলে দ্রুত গতির জননী পরিবহণের একটি বাস ও সাকিবের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়। স্থানীয়রা সাকিবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যেতে বলে। পরে ঢাকায় নেওয়ার পথে রাতেই তিনি মারা যান।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোন অভিযোগ দেওয়া হয়নি। তবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয়দের সঙ্গে কথা বলেছে। অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।