বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ০২:৩৯ পূর্বাহ্ন

৩ ঘণ্টায় ট্রেনে ঢাকা থেকে খুলনা, বাঁচবে টাকা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ১১ প্রদর্শন করেছেন

ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনার যাবে ট্রেন। ঘণ্টায় সর্বোচ্চ ১০০ কিলোমিটার বেগে চলবে এই ট্রেন। যা সময় ও খরচ দুই-ই বাঁচাবে। রোববার সকাল সাড়ে ১০টায় বিশেষ এই ট্রেনটি পরীক্ষামূলকভাবে চলেছে। যা আগামী ১লা ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের সম্ভাবনা রয়েছে।

প্রতিদিন ৪ জোড়া ট্রেন ঢাকা থেকে খুলনা এবং খুলনা থেকে ঢাকা চলাচল করবে। এ রুটে ঢাকা থেকে খুলনা পৌঁছাতে সময় লাগবে মাত্র ৩ ঘণ্টা। সাধারণ যাত্রীরা বাস ভাড়ার চেয়ে কম খরচে ও সময়ে গন্তব্যে পৌঁছাতে পারবেন। ইতিমধ্যেই যার প্রস্তুতি সম্পন্ন করেছে রেলওয়ের কর্মকর্তা ও কর্মচারীরা। যাত্রীদের কথা মাথায় রেখে নতুন করে টিকিটের বুথ বাড়ানো হচ্ছে।

আনুষ্ঠানিক ভাবে ট্রায়াল ট্রেন উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন রেলওয়ে বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী ও সেনাবাহিনীর কর্মকর্তা বৃন্দ।

রেলওয়ে সূত্রে জানা যায়, যাত্রীদের চাপ বিবেচনা করে ঢাকা-খুলনা রুটে চলাচল করবে তিন জোড়া ট্রেন। আজ আনুষ্ঠানিকভাবে ট্রায়াল ট্রেন চালু হওয়ার ফলে সাধারণ মানুষের মাঝে আনন্দ ও উৎফুল্ল দেখা গেছে। পদ্মা সেতুর উপর দিয়ে এখন নিয়মিত ঢাকা থেকে খুলনা ট্রেন চলাচল করবে।

এই ট্রেনটি চালু হওয়ার আগে ঢাকা থেকে ভাঙ্গা-ফরিদপুর-রাজবাড়ী হয়ে খুলনার দূরত্ব ছিল ৩৬৭ কিলোমিটার। বর্তমানে ঢাকা-ভাঙ্গা-যশোর হয়ে খুলনায় এই ট্রেনটি চালু হওয়ার পর যেই দূরত্ব কমে নেমে আসবে মাত্র ১৭২ কিলোমিটারে। যার ফলে খরচ ও সময় ২টিই সাশ্রয় হবে।

প্রস্তাবনা অনুযায়ী, সুন্দরবন এক্সপ্রেস ও চিত্রা এক্সপ্রেসসহ খুলনা থেকে পদ্মা সেতু হয়ে প্রতিদিন চার জোড়া ট্রেন চলাচল করবে ঢাকায়।

প্রতিদিন ভোর ৬টা, বেলা সাড়ে ১২টা, দুপুর আড়াইটা এবং সন্ধ্যা সাড়ে ৭টায় খুলনা থেকে ছেড়ে যশোর, নড়াইল, ভাঙা হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকায় পৌঁছাবে ট্রেন। এতে সময় লাগবে তিন থেকে সাড়ে তিন ঘণ্টা। প্রস্তাবনায় সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫৫০ টাকা। এমন খবরে দারুণ উচ্ছ্বসিত ভাঙ্গাসহ খুলনা অঞ্চলের সাধারণ যাত্রীরা।

ভাঙ্গা বামনকান্দা রেলস্টেশনে কথা হয় ঢাকা থেকে ফেরা বেশ কয়েকজন যাত্রীর সঙ্গে। এদের মধ্যে সোহেল বারী নামে এক যাত্রী জানান, কাজের জন্য প্রতি সপ্তাহে ঢাকায় যেতে হয় তাকে। বাসে যাওয়ার চেয়ে ট্রেনে যাতায়াতকে আরামদায়ক মনে করেন তিনি।

সরোয়ার হোসেন নামের আরেক যাত্রী বলেন, খুলনা থেকে ঢাকায় ট্রেনে করে যেতে সময় লাগে প্রায় ৮ ঘণ্টা। এখন খুলনা থেকে ঢাকা যাওয়া যাবে মাত্র তিন ঘণ্টায়। এটা সত্যিই দারুণ খবর। সত্যি দক্ষিণ অঞ্চলের মানুষ খুবই আনন্দিত। খরচ ও সময় ২টিই সাশ্রয় হবে।

আরেক যাত্রী শামছুল আলম বলেন, ‘খুলনা থেকে ঢাকায় নতুন এই রুটের জন্য আমরা অপেক্ষায় আছি। এ লাইনে যাত্রীচাপ আরও বাড়বে। অনেকেই বাসের পরিবর্তে ট্রেনে চড়ে ঢাকায় যাবে।

এ বিষেয় ভাঙ্গা উপজেলার বামনকান্দা রেলস্টেশনের স্টেশন মাস্টার মোঃ সাকিব আকন্দ বলেন, আজ থেকে আনুষ্ঠানিকভাবে (২৪ নভেম্বর) ঢাকা থেকে খুলনা ট্রায়াল ট্রেন চালু হয়েছে। আগামী ১লা ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। প্রতিদিন ৩টি ট্রেন ঢাকা থেকে খুলনায় চলাচল করবে। এতে সময় লাগবে মাত্র ৩ ঘণ্টা। বাস ভাড়ার চেয়ে খরচ অনেক কম হবে। আবার খুলনা থেকে ঢাকা পদ্মা সেতু হয়ে ঢাকা চলাচল করবে। এজন্য আমদের প্রস্তুতি সম্পন্ন করেছি। নতুন করে টিকিটের বুথ বাড়ানো হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ