বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারতের বিরোধী দল কংগ্রেস পার্টি। সেই সঙ্গে সংখ্যালঘুদের জান-মালের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাংলাদেশে সরকারকে আহ্বান জানাতে কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে।
বুধবার কংগ্রেস পার্টির মিডিয়া অ্যান্ড পাবলিসিটি বিভাগের চেয়ারম্যান পবন খেরা এক বিবৃতিতে এসব কথা বলেন। খবর টাইমস অব ইনডিয়া, পিটিআইয়ের।
পবন খেরা বলেন, ভারতের কেন্দ্রীয় সরকার বাংলাদেশের সংখ্যালঘুদের জানমালের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাবে বলে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রত্যাশা করে।
তিনি আরও বলেন, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তাহীনতার পরিবেশ নিয়ে কংগ্রেস গভীরভাবে উদ্বেগ প্রকাশ করছে। চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের ঘটনা এই নিরাপত্তাহীনতার সবশেষ উদাহরণ।
উল্লেখ্য, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এ ইস্যুতে ঢাকাকে উদ্দেশ করে একটি বার্তা পাঠিয়েছিল। পরে ঢাকা জানিয়েছে, ভারতের এ ধরনের ভিত্তিহীন বিবৃতি শুধু ভুল তথ্য ছড়ানো নয়, বরং দুই প্রতিবেশী দেশের মধ্যে বন্ধুত্ব ও বোঝাপড়ার চেতনার পরিপন্থি। বাংলাদেশে সব ধর্মের জনগণের মধ্যে বিদ্যমান যে সম্প্রীতি রয়েছে এবং সরকারের যে অসাম্প্রদায়িকতার প্রতিশ্রুতি ও প্রচেষ্টা রয়েছে, বিবৃতিতে তা প্রতিফলিত হয়নি।