ঢাকা: রাজধানীর ওয়ারীর কাপ্তান বাজার (গুলিস্তান হানিফ ফ্লাইওভার টোল প্লাজার পাশে) এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর গাড়িকে ধাক্কা দেওয়া পিকআপের চালককে হেফাজতে নিয়েছে পুলিশ।
ঘটনার সময় হাসনাত গাড়িতে ছিলেন। তিনি অক্ষত আছেন। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল আহমেদ এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে হাসনাত আব্দুল্লাহকে বহন করা গাড়িকে ধাক্কা দেয় ঢাকা মেট্রো ম-১৪-০০৩২ নম্বরের একটি পিকআপ। ঘটনার পরপরই সেটিকে জব্দ করা হয়। পিকআপের চালককে হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান। ঘটনাস্থলে ওয়ারী থানার পুলিশ সদস্যরা উপস্থিত আছে।
এর আগে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজা শেষে ঢাকা ফেরার পথে হাসনাত ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলমকে বহনকারী গাড়িকে ধাক্কা দেয় একটি ট্রাক। সে ঘটনার পর চট্টগ্রাম থেকে অন্য একটি গাড়িতে ঢাকা ফেরার সময় কুমিল্লায় নেমে যান হাসনাত আব্দুল্লাহ। সকালে কুমিল্লা থেকে ঢাকা ফিরছিলেন তিনি। সে সময় ফের তার গাড়িতে ধাক্কার ঘটনাটি ঘটে।