রাজস্ব আদায় কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদন ও গতিশীল করতে উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। এজন্য ডিএসসিসির চারজন লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজারদের ৭টি ওয়ার্ডের দায়িত্ব দেওয়া হয়েছে।
ডিএসসিসির লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজার মাসুদুজ্জামানকে ১৫ ও ২০ নম্বর ওয়ার্ডের দায়িত্ব দেওয়া হয়েছে, অহিদুল ইসলামকে ১৬ ও ২০ নম্বর ওয়ার্ডের দায়িত্ব দেওয়া হয়েছে, নূরুজ্জামানকে ১৮ ও ২১ নম্বর ওয়ার্ডের দায়িত্ব দেওয়া হয়েছে এবং রুমানা আক্তারকে ১৭ নম্বর ওয়ার্ডের দায়িত্ব দেওয়া হয়েছে।