মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:৫১ পূর্বাহ্ন

জার্মানিতে হেনস্তার মুখে ইহুদিরা, ছাড়াল এক দশকের রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময়ঃ রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ৯ প্রদর্শন করেছেন

জার্মানির বার্লিনে প্রতিদিনই হেনস্তার মুখে পড়ছেন দেশিটির ইহুদি সম্প্রদায়ের লোকেরা। যা বছরের শেষে এসে গত এক দশকের রেকর্ড ছাড়িয়ে গেছে।

সবশেষ প্রকাশিত প্রতিবেদন অনুসারে, এ বছর প্রথম ছয় মাসে বার্লিনে ঘটে যাওয়া ইহুদি বিদ্বেষে বা হেনস্তার ঘটনার সংখ্যা ২০২৩ সালের সারা বছরের সংখ্যাকে ছাড়িয়ে গেছে।

জার্মানির সরকারি সংস্থা ডিপার্টমেন্ট ফর রিসার্চ এ্যন্ড ইনফরমেশন (রিয়াস) এর তথ্য অনুসারে, জার্মানির রাজধানী বার্লিনে প্রতিদিন গড়ে আটটি ইহুদি বিদ্বেষের ঘটনা ঘটেছে। নভেম্বরের শেষ সপ্তাহ নাগাদ এই সংখ্যাটি এক হাজার ৩৮৩ স্পর্শ করেছে।

২০২৩ সালে এই সংখ্যাটি ছিল এক হাজার ২৭০। ডিপার্টমেন্ট ফর রিসার্চ এ্যন্ড ইনফরমেশন (রিয়াস) ২০১৫ থেকে এ ধরনের ঘটনা নথিভুক্ত করার পর থেকে এ বছর সংখ্যাটি অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে।

এ বছর জানুয়ারি এবং জুনের মাঝে দুটি গুরুতর সহিংসতা ও ২৩ টি আক্রমণের খবর পাওয়া গেছে। রিয়াস এর তথ্য অনুসারে, এর বাইরেও ৩৭টি নির্দিষ্ট সম্পদের ওপর হামলা, ২১টি সমাধিস্থল সম্পর্কিত হামলা, ২৮টি হুমকি ও ১ হাজার ২৪০টি নিপীড়নমূলক আচরণের ঘটনা ঘটেছে।

ইহুদি বিদ্বেষ বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে ডিপার্টমেন্ট ফর রিসার্চ এ্যন্ড ইনফরমেশন (রিয়াস)। প্রতিবেদন অনুসারে ইহুদি বা ইসরাইলি শিশুদের স্কুলে হাতাহাতির সংবাদও পাওয়া গেছে।

৭ অক্টোবর ২০২৩ ইসরাইলে হামাসের আক্রমণ ও গাজায় ইসরাইলের সামরিক অভিযানের পর থেকে প্রতিমাসে অন্তত ২৩০টি ইহুদি বিদ্বেষের ঘটনার কথা জানিয়েছে সংস্থাটি। যার ৭১.৬ শতাংশ ঘটনাই ইসরাইলের সঙ্গে সম্পর্কিত।

সামাজিকভাবে ইহুদি বিদ্বেষী মনোভাবের প্রতি গ্রহণযোগ্যতা বেড়ে যাওয়ারও উদ্বেগ প্রকাশ করেছে রিয়াস। সমাজে ইহুদি বিদ্বেষী মনোভাব ঠেকাতে জনসচেতনতা বাড়ানো ও কঠোর আইন প্রণয়নের ওপরেও জোর দিয়েছে জার্মান সংস্থাটি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ