সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:১৭ অপরাহ্ন

ব্রাহ্মণপাড়া ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ৬ প্রদর্শন করেছেন

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নবাগত ইউএনও সামিউল ইসলামের সঙ্গে ব্রাহ্মণপাড়ায় কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে ব্রাহ্মণপাড়া ইউএনওর কার্যালয়ে এ মতবিনিময় হয়।

আলোচনা সভায় ব্রাহ্মণপাড়া উপজেলার সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ এবং উপজেলার বিভিন্ন রাস্তাঘাটসহ উপজেলাবাসীর বিভিন্ন দুঃখ-দুর্দশার কথা তুলে ধরেন এবং এসব সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন। এছাড়া তিনি ব্রাহ্মণপাড়া উপজেলা সাংবাদিকদের কাছ থেকে বিভিন্ন সহযোগিতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন- ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি, দৈনিক ইনকিলাব ও দৈনিক রূপসী বাংলা পত্রিকার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রতিনিধি অ্যাডভোকেট  আবদুল আলিম খান, সহ-সভাপতি যথাক্রমে দৈনিক খোলা কাগজের উপজেলা প্রতিনিধি প্রভাষক রেজাউল করিম, দৈনিক যুগান্তর পত্রিকার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রতিনিধি সৌরভ মাহমুদ হারুন, দৈনিক আমার বার্তার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রতিনিধি বিল্লাল হোসেন, দৈনিক বাংলার আলোড়নের ব্রাহ্মণপাড়া উপজেলা প্রতিনিধি মো. ইউনুস মিয়া, ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক কুমিল্লার কাগজের নিজস্ব প্রতিবেদক এবং ডেইলি নিউ ন্যাশনের ব্রাহ্মণপাড়া উপজেলা প্রতিনিধি ইসমাইল নয়ন, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর পত্রিকার নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেন প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ