রাজশাহী মহানগরীর দামকুড়া থানার আলিমগঞ্জ এলাকা থেকে ৫০ হাজার জালটাকাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতার রাজন আহমেদ (২২) পবা থানার দাদপুর এলাকার রেজাউল করিমের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত আনুমানিক পৌনে ২টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল আলিমগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে রাজন আহমেদকে আটক করে। পরে তার পকেট তল্লাশি করে ৫০ হাজার জালটাকা উদ্ধার করা হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও দুই ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হয়। রাজনসহ অপর দুই অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মঙ্গলবার আরএমপির দামকুড়া থানায় মামলা করা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।