সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:১০ অপরাহ্ন

ঝিনাইদহ আ.লীগ সম্পাদক মিন্টু ৫ দিন, গ্যাস বাবু দুদিন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১১ প্রদর্শন করেছেন

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে পৃথক দুইটি হত্যা মামলায় ৫ দিনের পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে। এছাড়া জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক কাজী কামাল আহম্মেদ ওরফে গ্যাস বাবুর ২ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

মঙ্গলবার সকালে ঝিনাইদহ চিফ জুডিশিয়াল আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ উভয়পক্ষের শুনানি শেষে তাদের এ রিমান্ড মঞ্জুর করেন।

আদালত সূত্র জানায়, ২০১৫ সালের ২৯ জুন রাতে ব্যাপারীপাড়ার আব্দুল মজিদ মোজর ছেলে তরিকুলকে জেলা শহরের মডার্ন মোড়ে কুপিয়ে হত্যা করা হয়। ওই বছরের ১ জুলাই সদর থানার এসআই অজয় কুমার বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ৫ জনকে গ্রেফতার করে। আদালতে ৫ জনই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। আসামি রিপন ও আসলাম জবানবন্দিতে সাইদুল করিম মিন্টু ঘটনার সঙ্গে জড়িত বলে উল্লেখ করে।

অন্যদিকে নিহত তরিকুলের বাবা আব্দুল মজিদ মোজ আদালতে পৃথক আরেকটি মামলা দায়ের করেন। ২০১৫ সালের ২ জুলাই দায়ের করা ওই মামলায় ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। সেখানে মামলায় মিন্টুর নাম নেই বলে জানান আইনজীবী সামছুজ্জামান তুহিন। তদন্তকারী ঝিনাইদহ সিআইডির পরিদর্শক মারফত আলী জিজ্ঞাসাবাদ করতে ৭ দিনের রিমান্ডের আবেদন জানান। আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এই সূত্র জানায়, ২০১৩ সালের ২২ ফেব্রুয়ারি দুপুর ২টায় জেলা শহরের হাটের রাস্তায় জামায়াত কর্মী আব্দুস ছালামকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় সদর থানার তৎকালীন এসআই শাহরিয়ার হাসান বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলাটির চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করে পুলিশ।

৫ আগস্টের পর নিহত ছালামের শ্বশুর জেলা শহরের হামদহ আদর্শপাড়ার ব্যাংক কর্মকর্তা মো. আবু বক্কর বাদী হয়ে আলাদা একটি মামলা দায়ের করেন। ২৭ আগস্ট মামলাটি দায়ের করেন তিনি। সাইদুল করিম মিন্টুকে এ মামলায় ৬ নম্বর আসামি করা হয়েছে। এ মামলায় ১০ দিনের রিমান্ডের আবেদন জানায় সদর থানার এসআই জাহাঙ্গীর আলম। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

অপরদিকে জামায়াত কর্মী ছালাম হত্যা মামলায় ১৬ নম্বর আসামি জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক কাজী কামাল আহম্মেদ ওরফে গ্যাস বাবু। একই সময় আদালতে হাজির করা হয় তাকে। ৭ দিনের রিমান্ডের আবেদন জানায় তদন্তকারী ঝিনাইদহ সদর থানার এসআই জাহাঙ্গীর আলম। আদালত শুনানি শেষে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ