বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০১:২৬ অপরাহ্ন

আটকে পড়া পর্যটকরা ফিরতে শুরু করেছেন সাজেকে থেকে

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ৭ প্রদর্শন করেছেন

রাঙামাটির সাজেক ভ্যালিতে আটকে পড়া পর্যটকরা ফিরতে শুরু করেছেন। বুধবার দুপুর ২টার পর সাজেক থেকে সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ির উদ্দেশ্যে তারা ফিরতে শুরু করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সারাদিন বাঘাইছড়ির সাজেকে আঞ্চলিক দলের মধ্যে গোলাগুলি হয়। এতে সাজেক-খাগড়াছড়ি সড়কে যান চলাচল না করায় পর্যটকরা গতকাল বিকাল থেকে আজ সকাল পর্যন্ত সাজেকে অবস্থান করেন।

সাজেক কটেজ মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মতিজয় ত্রিপুরা বলেন, যারা গতকাল বিকালে আটকা পড়েছিলেন এবং আজ সকালে যাদের চলে যাওয়ার কথা ছিল দুপুর ২টার পর তারা সেনাবাহিনীর সহায়তায় সাজেক ছেড়ে গেছেন।

তিনি আরও বলেন, দুই দিনের জন্য যারা এসেছেন তাদের মধ্যে কিছু পর্যটক এখনো সাজেকে আছেন।

বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় আজ দুপুর ২টার পর ৪৪০ জন পর্যটক সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ