সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৪ পূর্বাহ্ন

টেকনাফে দুই ভিক্টিম উদ্ধার

শহীদুল ইসলাম শাহেদ, টেকনাফ
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৭ প্রদর্শন করেছেন

 

কক্সবাজারের টেকনাফ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের ২ জন সদস্যকে গ্রেফতার এবং তাদের হেফাজতে বন্দিশালায় থাকা অপহরণকৃত ২ জন ভিকটিম উদ্ধার করেছে। অপহরনকারীরা হলেন রামু উপজেলার রসিদনগর গ্রামের আব্বাস উদ্দিনের পুত্র জসিম উদ্দিন (২০) এবং সালেহ আহমদের পুত্র মো. হাসান (২৫)।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, ৫ ডিসেম্বর সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি টেকনাফ থানাধীন টেকনাফ পৌরসভাস্থ শাপলা চত্বর এলাকায় মানব পাচারের উদ্দেশ্যে ২ জন ভিকটিমকে অপহরণ করিয়া নিয়ে যাচ্ছে। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে কক্সবাজার পুলিশ সুপারের নির্দেশনায় টেকনাফ মডেল থানার একটি আভিযানিক টিম টেকনাফ পৌরসভার শাপলা চত্বরের ট্রাফিক পুলিশ বক্সের সামনে অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের ২ জন সদস্যকে আটক করতে সক্ষম হয়। আটককৃত ব্যক্তিদের হেফাজত হতে ভিকটিম বগুড়া সদর মালগ্রামের বাসিন্দা সামসুল আলমের পুত্র মো. আকাশ (২০) এবং কক্সবাজার পৌরসভা ৭নং ওয়ার্ড বউবাজার পাহাড়তলীর মো. হাসিমের পুত্র রহমত উল্লাহকে (১৮) উদ্ধার করে। ভিকটিমদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গত দুইদিন আগে কক্সবাজার পাহাড়তলী এলাকা থেকে মিশুক গাড়ীর ড্রাইভার মো. আকাশ ও হেলপার রহমত উল্লাহ নামের ২ জন ভিকটিমকে অভিযুক্তরা সাবরাং নয়াপাড়া সাকিনের একটি বন্দিশালায় আটক করে রেখে মালয়েশিয়া পাচার করতে চেয়েছিল। ঘটনার সাথে জড়িত পলাতক আসামীদের গ্রেফাতারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত আছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ