রাঙামাটির সাজেকের পর্যটকবাহী জীপগাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সাতজন আহত হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) সকালে সাজেক ভ্রমণ শেষে ফেরার পথে হাউজ পাড়া নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পথে হাউজ পাড়া নামক গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। ফলে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ, সেনাবাহিনী আহতদের উদ্ধার করে।