মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোন আভিযানিক দল সহকারী পরিচালক সিফাত তাসনিমের নেতৃত্বে টেকনাফ মডেল থানাধীন টেকনাফ পৌরসভার কুলাল পাড়ায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১,১০,০০০ এক লক্ষ দশ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ পৌরসভার ০৯ নং ওয়ার্ডের কুলাল পাড়া মোঃ আলমগীর এর ০৫(পাঁচ কক্ষ) বিশিষ্ট বসতঘরের শয়নকক্ষে একটি ট্রাভেল ব্যাগের ভিতর স্কচটেপ ও টিস্যু পেপার দ্বারা মোড়ানো প্রতি জিপারযুক্ত পলি প্যাকেটে ২০০ টি করে (৫৫০×২০০) সর্বমোট ১,১০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। ঘটনাস্থলে রেইডিং টিমের উপস্থিতি টের পেয়ে মোঃ আলমগীর (৩৯) আগেই পালিয়ে যায়। আসামীর নাম ও ঠিকানা- মোঃ আলমগীর (৩৯) পলাতক, পিতা- মুজাফফর আহমদ, মাতা- জোনাবা খাতুন, স্থায়ী সাং- ওয়ার্ড নং- ০৯, কুলাল পাড়া, টেকনাফ পৌরসভা, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার। পলাতক আসামীর বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মত মামলা প্রক্রিয়াধীন।