সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:১৫ অপরাহ্ন

তিন বিদেশি পিস্তল-গুলিসহ যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৭ প্রদর্শন করেছেন

ব্রাহ্মণবাড়িয়ায় ৩টি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলিসহ সন্ত্রাসী লায়ন শাকিলকে (৩৪) গ্রেফতার করছে র‌্যাব। রোববার রাত ১১টার দিকে শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতার শাকিল ওরফে লায়ন শাকিল শহরের কান্দিপাড়া মাদ্রাসা রোডের দুলাল মিয়ার ছেলে।

 

সোমবার সকালে র‌্যাব-৯-এর সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরে অভিযান চালিয়ে শাকিলকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩টি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি, ১টি রামদা, ৩ বোতল ফেনসিডিল ও ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

 

গ্রেফতার শাকিল এলাকার দুর্ধর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে বলে ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ