শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০১:১২ অপরাহ্ন

পোশাক খাতে বার্ষিক ইনক্রিমেন্ট ৯ শতাংশের সুপারিশ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৮ প্রদর্শন করেছেন

ঢাকা: পোশাক শিল্পের বার্ষিক ইনক্রিমেন্ট ৯ শতাংশ করার সুপারিশ করেছে পোশাক শিল্প সেক্টরে বাৎসরিক ইনক্রিমেন্ট বৃদ্ধি সংক্রান্ত বিষয়ে সক্ষমতা ও করণীয় বিষয়ক কমিটি। সোমবার (০৯ ডিসেম্বর) অনুষ্ঠিত কমিটির পঞ্চম সভা শেষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, সোমবার পোশাক শিল্প সেক্টরে নিম্নতম মজুরি পুনর্মূল্যায়ন এবং বাৎসরিক ইনক্রিমেন্ট বৃদ্ধি সংক্রান্ত বিষয়ে সক্ষমতা ও করণীয় বিষয়ক কমিটির ৫ম সভা অনুষ্ঠিত হয়।

সভায় বাৎসরিক ইনক্রিমেন্ট বৃদ্ধি বিষয়ে শ্রমিক ও মালিকপক্ষ প্রতিনিধিরা আলোচনা করেন। শ্রমিকপক্ষের প্রতিনিধিরা আলোচনায় সবশেষ শতকরা ১০ ভাগ ইনক্রিমেন্ট বৃদ্ধির বিষয়ে মত প্রকাশ করেন। অপরদিকে মালিকপক্ষের প্রতিনিধিরা শতকরা ৮ ভাগের বেশি বৃদ্ধি না করার জন্য মত প্রকাশ করেন।

বিস্তারিত আলোচনা শেষে সভাপতি কয়েকটি সিদ্ধান্ত ঘোষণা করেন। এর মধ্যে রয়েছে—বিদ্যমান শতকরা ৫ ভাগ বেতন বৃদ্ধির সাথে আরও শতকরা ৪ ভাগ যুক্ত করে সর্বমোট শতকরা ৯ ভাগ বাৎসরিক ইনক্রিমেন্ট বৃদ্ধির সুপারিশ করা হলো। নিম্নতম মজুরি বোর্ড কর্তৃক নির্ধারিত বাৎসরিক ইনক্রিমেন্ট অর্থাৎ শতকরা ৫ ভাগ বিদ্যমান অবস্থায় অব্যাহত থাকবে। কমিটি কর্তৃক সুপারিশকৃত বাৎসরিক ইনক্রিমেন্ট শতকরা ৪ ভাগ বৃদ্ধি ১ ডিসেম্বর ২০২৪ থেকে কার্যকর হবে, যা জানুয়ারি মাসে প্রদেয় বেতনের সাথে দিতে হবে।

এ ছাড়া বেতন বৃদ্ধির সাথে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (সর্বশেষ সংশোধিত) সম্পর্কিত অন্যান্য সুবিধাদিও প্রাসঙ্গিক হবে। এ মজুরি বৃদ্ধি সরকার কর্তৃক পুনর্মূল্যায়ন অথবা নিম্নতম মজুরি বোর্ড কর্তৃক পরবর্তী নিম্নতম মজুরি হার ঘোষণা না করা পর্যন্ত অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ