সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:৪৬ অপরাহ্ন

আপ্তসহায়কের সঙ্গে কোনো প্রেম নেই: যিশু

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ৬ প্রদর্শন করেছেন

টালিউডের জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্ত আলাদা থাকছেন। আলোয় ফিরতে চাইছেন তিনি।

 

কেমন আছেন যিশু সেনগুপ্ত? জানার সুযোগ নেই। অভিনেতা নীরব অনেক দিন ধরে। বছর শেষ হওয়ার আগে আচমকাই ইতিবাচক বার্তা দিলেন তিনি। চিত্রগ্রাহক তথাগত ঘোষের সাদা-কালো ছবিতে। অনেক দিন পর চেনা মেজাজে ধরা দিলেন চিত্রগ্রাহকের ক্যামেরায়। ২০ ডিসেম্বর মুক্তি পাচ্ছে তার নতুন ছবি ‘খাদান’। তার আগে যিশুর বার্তা— তিনি আছেন, ফুরিয়ে যাননি। নিজের মতো করে আছেন।

 

রুপালি পর্দার তারকারা চাইলেই মাটির কাছাকাছি আসতে পারেন না। ছবিতে যিশু সটান মাটিতে শুয়ে! বালির ওপরে। পেছনে সমুদ্র। জলের ওপরে লাল আভা ছড়িয়ে সূর্য উঠছে। পরনে শার্ট ও প্যান্ট। তারকার জৌলুসের ছিটেফোঁটাও নেই! আর পাঁচজনের মতো যিশুও কি নতুন ভোরের অপেক্ষায়?

 

সত্যিই কি তিনি প্রেমের টানে ঘর ছেড়েছেন?—এমন প্রশ্নের উত্তর মেলেনি। তার অতি ঘনিষ্ঠদের দাবি— যা রটেছে তা ঘটেনি। নারী আপ্তসহায়কের সঙ্গে প্রেম নেই তার। তার সন্তানের বাবাও হচ্ছেন না। আপ্তসহায়কের প্রেমিক আছেন। অভিনেতা তাকেও চেনেন।

 

সব কেচ্ছা সত্যিই যদি অকারণ হয়, তাহলে যিশু কেন এত নীরব? টালিউড বলছে— দুই সন্তান সারা ও জারার জন্যই তার নীরবতা। দাম্পত্য ভাঙার শোক, তির্যক মন্তব্য যাতে তাদের গায়ে না লাগে। এর জন্যই সব সম্পত্তি, বাড়ির দাবি ছেড়ে দিয়েছেন তিনি। লিখে দিয়েছেন মেয়েদের নামে। ফিরে গেছেন পুরোনো বাড়িতে। দিদির সঙ্গে আবার আগের মতো জীবন কাটছে তার। তিনি নাকি কোনো আইনি পথে হেঁটে বিচ্ছেদ আনবেন না।

 

যিশু জীবনের ধ্যান-জ্ঞান এখন কাজ। চুটিয়ে ‘খাদান’-এর প্রচার সারছেন। সদ্য ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালনা করেছেন। একই সঙ্গে ব্যস্ত শুটিংয়ে। মুম্বাইয়ে শাকিব খানের সঙ্গে শুটিং চলছে তার। যিশু জীবনে অনেক ওঠাপড়া দেখেছেন। লড়াই তার বিশ্বস্ত সঙ্গী।

 

টালিউড বলছে— তাকে আঁকড়েই আরও একবার ময়দানে নামছেন ছোটপর্দার ‘মহাপ্রভু’। নিজেকে অনেক সামলে নিয়েছেন। খুব ঘনিষ্ঠরা যিশুর মুখে আবার প্রাণখোলা হাসি দেখতে চান। তাই অতীত মাথাচাড়া দিলেই তারা সযত্নে অভিনেতাকে সরিয়ে আনেন সেখান থেকে।

 

এসব কিছু মেনে নিলেও প্রশ্ন থেকে যাচ্ছে। যিশু পরিবার থেকে দূরে, আইন অনুযায়ী ভরণপোষণের দায়িত্ব হিসাবে স্ত্রী ও মেয়েদের বাড়ির অধিকার তাকে দিতেই হবে। তিনি তাই করেছেন।

 

অন্যদিকে শোনা যাচ্ছে, যিশু-নীলাঞ্জনার বিচ্ছেদের মামলাও চলছে। তার আগামী ছবি ‘খাদান’ এর কথা মাথায় রেখেই হয়তো তার নতুন করে ফেরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ