সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:১৯ অপরাহ্ন

টেকনাফে বিজিবির চেকপোস্ট হতে একজন আসামীসহ ১২,৬০০পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি সিএনজি উদ্ধার।

শহীদুল ইসলাম শাহেদ ,টেকনাফ (কক্সবাজার)
  • প্রকাশের সময়ঃ শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৪ প্রদর্শন করেছেন

১। বর্ডার গার্ড বাংলাদেশের কক্সবাজার রিজিয়নের, রামু সেক্টরের অধীনস্থ, টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) সদা জাগ্রত অতন্দ্র প্রহরী থেকে সীমান্ত নিরাপত্তায় বাংলাদেশের সর্ব দক্ষিণের বাংলাদেশ-মায়ানমার সীমান্তে দায়িত্ব পালন করছে। টেকনাফ ব্যাটালিয়ন সীমান্ত সুরক্ষা ছাড়াও চোরাচালান, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ এবং আন্তঃ রাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে যথাযথ ও কার্যকরীভাবে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে বেসামরিক পরিমন্ডলে ভূয়সী প্রশংসা অর্জন করেছে। এরই ধারাবাহিকতায় ১৪ ডিসেম্বর ২০২৪ তারিখ টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ হোয়াইক্যং চেকপোস্ট হতে *একজন আসামীসহ ১২,৬০০ (বারো হাজার ছয়শত) পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি সিএনজি উদ্ধার করা হয়।

ক। ১৪ ডিসেম্বর ২০২৪ তারিখ আনুমানিক ০৮১০ ঘটিকায় হোয়াইক্যং চেকপোস্টের একটি টহলদল খারাংখালী হতে কক্সবাজারগামী একটি সিএনজি তল্লাশীর জন্য থামানো হয়। পরবর্তীতে বিজিবি K-9 ইউনিটের সদস্য এবং সিপাহী ডগ জ্যাক যথারীতি তল্লাশী কার্যক্রম শুরু করলে ডগ জ্যাক সিএনজির চালকের সীটের নীচে ক্রমাগত ঘ্রান নিতে থাকে এবং সন্দেহমূলক (Suspecious) আচরণ প্রকাশ করে। পরবর্তীতে চেকপোস্টে কর্তব্যরত সৈনিক দ্বারা উক্ত সিএনজিটি তল্লাশী করে চালকের সীটের নীচে অভিনব পদ্ধতিতে লুকায়িত অবস্থায় ১২,৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া অবৈধভাবে মাদকদ্রব্য বহনের দায়ে উক্ত সিএনজিটিও আটক করা হয়। ধৃত আসামীর নাম ও ঠিকানা নিম্নরুপঃ

(১) আনোয়ার হোছন (৩০), পিতা-আব্দুর রহিম, গ্রাম-নাছরপাড়া, পোস্ট-নয়াপাড়া, থানা-টেকনাফ কক্সবাজার, জেলা-কক্সবাজার।

২। উল্লেখ্য, আটককৃত আসামীকে জব্দকৃত ইয়াবা ট্যাবলেট এবং সিএনজিসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

মেজর সৈয়দ ইশতিয়াক মুর্শেদ, পিএসসি
ভারপ্রাপ্ত অধিনায়ক টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ