সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:৩৯ অপরাহ্ন

বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ, ভিডিও ধারণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ৫ প্রদর্শন করেছেন

গাজীপুর মহানগরীর পূবাইলে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে এলাকায় প্লে-বয় খ্যাত প্রেমিকের বিরুদ্ধে মামলা করেছেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছাত্রী।

শুক্রবার রাতে পূবাইল থানায় মামলাটি করা হয়। এর আগেই গা-ঢাকা দেন অভিযুক্ত মো. সজিব হাওলাদার (২৬)। অভিযোগকারী মেয়েটি উত্তরায় একটি বিশ্ববিদ্যালয়ে ফ্যাশন ডিজাইনে পড়াশোনা করছেন।

মামলা সূত্রে জানা যায়, পূবাইল থানার ৪০নং ওয়ার্ডের মাজুখান পশ্চিমপাড়া এলাকার ইউনুস আলী ড্রাইভারের ছেলে মো. সজিব হাওলাদারের সঙ্গে ওই ছাত্রীর গত সাড়ে তিন বছর পূর্বে পরিচয় হয়। প্রথম পরিচয়েই প্রেমের ফাঁদ পেতে সু-সম্পর্ক গড়ে তুলে সজিব। পরে সজিব গত ২০২২ সালের সেপ্টেম্বর ১০ তারিখ সকালে পূবাইলের একটি রিসোর্টে বিয়ের প্রলোভন দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। ওই সময় গোপনীয়ভাবে নগ্ন ভিডিও ধারণ করে।

পরবর্তীতে সজিব ওই নগ্ন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়া দেওয়ার ভয় দেখিয়ে একাধিক স্থানে নিয়ে একাধিকবার জোরপূর্বক ধর্ষণ করে। সর্বশেষ গত ৩০ অক্টোবর সকালে পূবাইলের একটি রিসোর্টে ঝুপড়ি ঘরের ভিতরে বিবাহের প্রলোভন দেখিয়ে আবারও সজিব তাকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।

ভিকটিম বিভিন্ন সময় সজিব হাওলাদারকে বিয়ের ব্যাপারে চাপ দিলে তিনি বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে গা-ঢাকা দেন। যখন জানতে পারেন সজিব একই কায়দায় একাধিক মেয়ের নগ্ন ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করে একই কাজ করে আসছে- তখনই ভিকটিম তড়িঘড়ি করে  মামলার সিদ্ধান্ত নেন। আর কোনো মেয়ের সর্বনাশ যেন না করতে পারে সুচতুর সজিব।

পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. আমিরুল ইসলাম যুগান্তরকে জানান, অভিযুক্ত সজিব হাওলাদারকে  গ্রেফতারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ