সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৪ পূর্বাহ্ন

টেকনাফে পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার ১

শহীদুল ইসলাম শাহেদ ,টেকনাফ (কক্সবাজার)
  • প্রকাশের সময়ঃ বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ১২ প্রদর্শন করেছেন

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ একজনকে আটক করেছে পুলিশ।

 

টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানিয়েছেন, মঙ্গলবার মধ্যরাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দরগাহ পাড়ায় এ অভিযান চালানো হয়।

 

আটক আতাহারুল হক (১৯) টেকনাফের হ্নীলা ইউনিয়নের পূর্ব পানখালী এলাকার নুরুল ইসলামের ছেলে।

 

গিয়াস উদ্দিন বলেন, মঙ্গলবার মধ্যরাতে টেকনাফে হ্নীলা ইউনিয়নের দরগাহ পাড়া এলাকা দিয়ে কতিপয় অস্ত্রধারী লোকজন অপরাধ সংঘটনের উদ্দেশ্যে যাতায়াতের খবরে পুলিশ অভিযান চালায়। এতে স্থানীয় ইউনিয়ন পরিষদের সামনে বটতলী এলাকায় একটি অস্থায়ী চৌকি স্থাপন করে পুলিশ তল্লাশি শুরু করে। এক পর্যায়ে পূর্ব দিক থেকে আসা ব্যাটারি চালিত একটি ইজিবাইক সেখানে পৌঁছালে পুলিশ থামার জন্য নির্দেশ দেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়িতে থাকা সন্দেহজনক এক ব্যক্তি কোমরে থাকা ছোট একটি প্যাকেট ফেলে দিয়ে পালিয়ে যায়।

 

এতে ইজিবাইকে থাকা অপর এক যাত্রীর দেহ তল্লাশি করে পাওয়া যায় ১০ টি গুলি। পরে ঘটনাস্থলে তল্লাশি করে পালিয়ে যাওয়া ব্যক্তির ফেলে যাওয়া প্যাকেটটি উদ্ধার করা হয়। প্যাকেটটি খুলে পাওয়া যায় দেশীয় তৈরি একটি বন্দুক।

 

গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান ওসি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ