সরকারি সিদ্ধান্ত অনুযাীয় টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান ছেড়েছেন তাবলিগ জামাতের সাদপন্থিরা। বুধবার দুপুরের পর থেকে মুসল্লিরা দলে দলে মালামাল নিয়ে ময়দান থেকে বেরিয়ে যান।
জানা যায়, বুধবার ভোররাতে ময়দান দখলকে কেন্দ্র করে সাদ ও জুবায়েরপন্থিদের মধ্যে সংঘর্ষে ৪ জন নিহত ও শতাধিক মুসল্লি আহত হয়। সংঘর্ষের পর সাদপন্থিরা ময়দানের নিয়ন্ত্রণ নেয়। এরপর টঙ্গী ও ঢাকায় জুবায়েরপন্থিরা আন্দোলন করে। এতে বিচ্ছিন্ন সংঘর্ষ, মহাসড়ক অবরোধ ও হাসপাতালেও সংঘর্ষ হয়।
এমতাবস্থায়, সরকার ইজতেমা ময়দান নিয়ন্ত্রণে নিতে ময়দান এলাকার তিন কিলোমিটারের মধ্যে একজনের বেশি লোকের চলাচলে নিষেধাজ্ঞা জারি করে।
একই আদেশে সাদপন্থিদের ময়দান খালি করতে বলে। এতে সম্মত হয়ে সাদপন্থিরা ময়দান ছাড়ার সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্তের আলোকে তারা দলে দলে ময়দান ছেড়ে যাওয়া শুরু করে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অপরাধ দক্ষিণ বিভাগের উপকমিশনার এন এম নাসিরুদ্দিন যুগান্তরকে বলেন, ইজতেমা ময়দানে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এখন সরকারের নিয়ন্ত্রণে থাকবে ময়দান। সকল নাগরিককে আইন মেনে চলার অনুরোধ করলেন তিনি।