সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:৫৩ অপরাহ্ন

২৬ ডিসেম্বরের মধ্যে দিতে হবে এনআইডির তদন্ত প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ৪ প্রদর্শন করেছেন

অপেক্ষমাণ থাকা জাতীয় পরিচয়পত্র সংশোধনের তদন্ত প্রতিবেদন আগামী ২৬ ডিসেম্বরের মধ্যে দেওয়ার নির্দেশনা দিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। সেইসঙ্গে নির্বাচন কমিশনের আওতাধীন সেবাগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সহজ করার মাধ্যমে জনগণের সন্তুষ্টি অর্জনের জন্যও বলেছেন ইসি সচিব।

সম্প্রতি নির্বাচন কমিশনের মাসিক সমন্বয় সভায় এ নির্দেশনা দেন সিনিয়র সচিব আখতার আহমেদ।

ইসি সচিব জানান, প্রশাসনিক ও এনআইডি সংক্রান্ত পেন্ডিং তদন্তগুলোর তদন্ত কার্যক্রম শেষ করে প্রতিবেদন ২৬ ডিসেম্বরের মধ্যে দাখিল করতে হবে। সেবাগ্রহীতাদের সঙ্গে সদাচরণ করাসহ আর্থিক বিষয়ে স্বচ্ছতা বজায় রাখতে হবে। এছাড়া নির্বাচন কমিশনের আওতাধীন সেবাগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তা সহজীকরণের মাধ্যমে জনগণের সন্তুষ্টি অর্জন করতে হবে।

কর্মকর্তাদের নির্দেশনা দিয়ে সচিব আরও বলেন, বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য সব পর্যায়ে স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদি সংস্কার কর্মসূচি গ্রহণ এবং বাস্তবায়ন করা প্রয়োজন। বিবেক এবং ন্যায়বোধ উজ্জীবিত করে স্ব স্ব ক্ষেত্রে সততা, নিষ্ঠা, জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। যথাসময়ে অফিসে আগমন এবং কাজ সম্পন্ন করে নির্ধারিত সময়ের মধ্যে অফিস ত্যাগ করা যেতে পারে। দাপ্তরিক কাজে সচিবালয় নির্দেশমালা অনুসরণ করা আবশ্যক। সচিবালয় এবং মাঠ পর্যায়ের ভবন ও ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা প্রয়োজন। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে। এসিআর অনুশাসনমালা প্রতিপালন করাসহ প্রশাসনিক/দাপ্তরিক অনিয়মের অভিযোগগুলোর তদন্ত প্রতিবেদন নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা একান্ত জরুরি। দাপ্তরিক কাজে গতিশীলতা আনয়নের লক্ষ্যে সুস্পষ্টভাবে নথি উপস্থাপন করা আবশ্যক।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ