সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:০০ পূর্বাহ্ন

রণবীর কাপুরকে ‘ছ্যাঁচড়া’, ‘লম্পট’ বললেন মুকেশ খান্না

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ৪ প্রদর্শন করেছেন

সম্প্রতি নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ ছবির শ্যুট শেষ করেছেন বলিউড স্টার রণবীর কাপুর। যেখানে রামের চরিত্রে অভিনয় করছেন রণবীর। আর তাতেই আপত্তি ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ অভিনেতা মুকেশ খান্নার; সেই আপত্তির তেজ প্রকাশ করলেন রণবীরকে বেফাঁস কথা বলে। যা নিয়ে ইতোমধ্যে শুরু হয়েছে বিতর্ক।

মূলত বহু পুরোনো টেলি সিরিজ ‘শক্তিমান’ থেকে পরিচিত পান মুকেশ খান্না। এর আগে রণবীর সিংয়ের ‘শক্তিমান’ হওয়ার খবর পেয়েও একইভাবে বেফাঁস কথা বলেছিলেন মুকেশ। শুধু তাই নয়, রণবীর সিংকে ৩ ঘণ্টা নিজের অফিসে বসিয়ে রেখেও ‘শক্তিমান’-এর স্বত্ত্বে ছাড়পত্র দেননি মুকেশ। এবার পর্দায় আরেক রণবীরকে রামের ভূমিকায় দেখতেও নারাজ তিনি।

মুকেশ মনে করেন, অ্যানিম্যাল ছবি করার পর রণবীর রামের চরিত্রে অভিনয় করলে তাতে নেতিবাচক প্রভাব পড়বে। রণবীরকে বিঁধে মুকেশ বলেন, আমি এটাই বলবো, রামের চরিত্রে এমন কেউ অভিনয় করুক যাকে দেখলে অন্তত রামের মুখটা ভেসে ওঠে; রাবণের মতো দেখতে যেন না হয় সে। বাস্তবজীবনে লম্পট, ছ্যাঁচড়া হলে পর্দাতেও সেটাই উঠে আসবে। রামের চরিত্রে অভিনয় করতে হলে পার্টি করা, মদ খাওয়া সব বন্ধ করতে হবে। নির্মাতাদের কাস্টিংয়ের বিষয়ে আরও সচেতন হওয়া উচিত।

এরপরই প্রভাস-এর ‘আদিপুরুষ’ ছবির কথা উল্লেখ করে মুকেশ বলেন, এতো বড় তারকা হওয়া সত্ত্বেও প্রভাসকেও তো কেউ রামের ভূমিকায় মেনে নেয়নি। ও খারাপ অভিনেতা বলে নয়, আসলে ও রামের মতো দেখতেই নয়। এবার যিনি রামের চরিত্রে অভিনয় করছেন, তিনি তো আবার কাপুর পরিবারের বংশপ্রদীপ। দারুণ অভিনেতা। সদ্য অ্যানিম্যাল করেছেন, আর সেই ছবিতে ওর নেতিবাচক দিকটা দেখানো হয়েছে। এবার যদি আমি তার মুখের দিকে তাকাই, রামের সঙ্গে কি মিল পাবো? আশা করবো, অ্যানিম্যাল-এর চরিত্রটা যেন রাম হিসেবে রণবীরকে দেখতে গিয়ে ঝামেলা না করে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ