সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৩০ পূর্বাহ্ন

কলকাতার নেতৃত্ব নিয়ে ভাবছেন না রিংকু

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ২ প্রদর্শন করেছেন

সবশেষ মৌসুমে আইপিএলে শিরোপা ঘরে তুলেছে কলকাতা নাইট রাইডার্স। সেই মৌসুমে দলকে নেতৃত্ব দিয়েছেন শ্রেয়াস আইয়ার। তবে আসন্ন মৌসুমের দলে তাকে রাখেনি দলটি। যে কারণে নতুন নেতৃত্ব নিয়ে ভাবতে হচ্ছে ফ্র্যাঞ্চাইজিটিকে। দল গঠনের কাজ চূড়ান্ত হলেও কে হচ্ছেন দলটির নতুন অধিনায়ক সে বিষয়ে এখনও নিশ্চিত করেনি ফ্র্যাঞ্চাইজিটি।

অধিনায়ক হিসেবে ভাবনায় আছে রিংকু সিংয়ের নাম। তবে তিনি সেই নেতৃত্ব পাবেন কিনা তা নিয়ে রয়েছে সংশয়। এ ব্যাপারে রিংকু নিজে কি ভাবছেন। সদ্য বিজয় হাজারে ট্রফিতে উত্তর প্রদেশের নেতৃত্ব পাওয়া রিংকুকে কি দেখা যাবে কলকাতার নেতৃত্বে। এমন প্রশ্নে রিংকু জানিয়েছেন এসব নিয়ে ভাবছেন না তিনি।

আসন্ন বিজয় হাজারে ট্রফিতে উত্তর প্রদেশ দলের ক্যাপ্টেন করা হয়েছে রিংকুকে। ভুবনেশ্বর কুমারের হাত থেকে নেতৃত্বের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে রিংকুর কাঁধে। তাই অনেকেই ধারণা করছেন হয়তো আইপিএলেও কলকাতার নেতৃত্বে দেখা যাবে তাকে। তবে রিংকু তেমনটি ভাবছেন না।

কলকাতার অধিনায়ক হওয়া নিয়ে রিংকু জানিয়েছেন, ‘নতুন সিজনে কেকেআরের অধিনায়কত্ব নিয়ে আমি বেশি ভাবনা চিন্তা করছি না। আপাতত উত্তরপ্রদেশের জন্য পরিকল্পনায় ফোকাস করছি। ২০১৫/১৬ সিজনে আমরা যে ট্রফি জিতেছিলাম, সেটা আবার দখল করতে চাইছি আমরা।’

ফেব্রুয়ারিতেই চ্যাম্পিয়নস ট্রফি। মেগা আইসিসি ইভেন্টে জাতীয় দলের হয়ে খেলতে চান কিনা, এমন প্রশ্নের জবাবে রিংকু বলেন, ‘আমি ঈশ্বরে বিশ্বাস করি। আইপিএলে যখন টানা পাঁচটা ছক্কা হাঁকিয়েছিলাম, তখনও জাতীয় দলের কথা ভাবিনি। সেটাই ক্যারিয়ারের সবথেকে মোড় ঘোরানো অধ্যায় হিসাবে বিবেচিত হয়েছে। আমার এখনও বিশ্বাস, ঈশ্বর আমাকে কোনও বিষয় দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেললে অবশ্যই সেটা আমি পাব। একই সঙ্গে আমার তরফে কঠোর পরিশ্রম জারি রাখতে হবে।’

আন্তর্জাতিক স্তরে রিংকু এখনও পর্যন্ত দুটো ওয়ানডে খেলেছেন। টি২০-তে খেলেছেন ৩০ ম্যাচ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ