সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ২৩ লাখ ৩৮ হাজার ৫০০ টাকা ছিনতাইয়ের অভিযোগে পৌরসভার ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুজ্জামান রফিকসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
একইসঙ্গে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পৌরসভার ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুজ্জামান রফিককে দল থেকে বহিষ্কার করেছেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আলী হাসান খান বাবলু ও সদস্য সচিব শেখ আজিজুর রহমান।
শনিবার সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের তথ্য গণমাধ্যমকে জানানো হয়।
শনিবার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দি দিয়েছেন গ্রেফতার মুন্না। জবানবন্দিতে মুন্না স্বেচ্ছাসেবক দলের নেতা রফিকুজ্জামান রফিকের নেতৃত্বে ছিনতাইয়ের ঘটনার সত্যতা স্বীকার করেন। মুন্না সাতক্ষীরা সদর উপজেলার কুচপুকুর এলাকার আতিয়ার রহমানের ছেলে।
বৃহস্পতিবার বিকালে সাতক্ষীরা সদর উপজেলার সাতক্ষীরা-ভোমরা সড়কের আলিপুর ঢালীপাড়ায় এ ঘটনা ঘটে। পরদিন শুক্রবার এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় ওই নেতাসহ পাঁচজনের নাম উলেখ করে ছিনতাইয়ের মামলা হয়েছে।
ওসি শামিনুল হক বলেন, জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতার মুন্না আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।